আজ ২৫ এপ্রিল ২০২০, শনিবার, বাংলাদেশে Covid-19 বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও লকডাউন প্রসঙ্গে শ্রোতাদের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের "মুক্তার কথা" অনুষ্ঠানে।
যে কয়েকজন শ্রোতার সাক্ষাৎকার
আজ প্রচারিত হলো----
[১] মোঃ ওসমান গণি, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ, ঢাকা।
[১] মোঃ ওসমান গণি, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ, ঢাকা।
** অনুষ্ঠানের সময় শেষ
হয়ে যাওয়ায় রংপুরের শ্রোত আতাউর রহমান রঞ্জুর সাক্ষাৎকার এ পর্বে প্রচারিত হয়নি।
অনুষ্ঠান উপস্থাপনা ও প্রযোজনায়: ছাই ইউয়ে (মুক্তা)।
সাক্ষাৎকার গ্রহণে: দিদারুল ইকবাল।
অনুষ্ঠানটি Mobile FM এবং FM Radio-তে বাংলাদেশে প্রচারিত হয়েছে সন্ধ্যা- ০৬:০০ থেকে ০৬:২৫ মিনিট পর্যন্ত যথাক্রমে ঢাকা: FM- 102.0 Mhz এবং চট্টগ্রাম: FM- 90.0 Mhz এ।
এছাড়া Radio-তে প্রচারিত হয়েছে মিডিয়াম ওয়েভ ও শর্টওয়েভে বাংলাদেশ সময় সন্ধ্যা- ০৭:০০ - ০৭:২৫ এবং ভারতে ০৬:৩০ - ০৬:৫৫ মিনিট পর্যন্ত যথাক্রমে MW: 1188 Khz, SW: 25MB- 11610 Khz এবং 31MB- 9490 ও 9600 Khz এ।
দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চীন আন্তর্জাতিক বেতার (CRI)
No comments:
Post a Comment