১লা অক্টোবর ২০২২, শনিবার ঢাকার উত্তরা চেম্বার বিল্ডিং-এ অত্যন্ত আনন্দঘন পরিবেশে রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় এবং ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারেরর অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান বিভাগ) নসরুল্লাহ মো. ইরফান, উপ-মহাপরিচালক মো. ছালাউদ্দিন, পরিচালক সায়েদ মোস্তফা কামাল, পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) মো. আব্দুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক ড. আব্দুল মান্নান ।
সকাল সাড়ে ১০টায় র্যালীর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর শুরু হয় জুম কনফারেন্স। এতে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের বেতার কর্মকর্তা ও শ্রোতা ডিএক্সারবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আখতার উদ্দিন আহমেদ বলেন, একটি শ্রোতাক্লাবের জন্য “২৫ বছর” বিশাল একটি মাইল ফলক। দেশ-বিদেশের বিভিন্ন রেডিও স্টেশনের সাথে সাউথ এশিয়া রেডিও ক্লাব যেভাবে সক্রীয় যোগাযোগ রেখে চলেছে তা অত্যন্ত প্রশংসনীয়। ক্লাবের উদ্যোগে বিভিন্ন বেতার সম্পর্কে প্রচারণা ও সামাজিক কার্যক্রম পালন এই শ্রোতাক্লাবকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ফলে এই শ্রোতাক্লাবের সুনাম আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে। তিনি আরো বলেন, শ্রোতারা হচ্ছে বেতারের হ্নদয়। শ্রোতারা যত ভালো অনুষ্ঠান শুনবে, ভালো তথ্য পাবে তারা তত বেশি সমৃদ্ধ হবে এবং বেতারের প্রতি আকৃষ্ট হবে। এতে বেতার লাভবান হবে। যেখানে শ্রোতাক্লাব আছে সেখানে অনুষ্ঠানের মান ভালো হয়। কারণ শ্রোতাক্লাবের মাধ্যমে বেশি সংখ্যক শ্রোতা অনুষ্ঠানের মূল্যায়ন করে চিঠি-পত্র, ই-মেইল, ম্যাসেজসহ বিভিন্ন মাধ্যমে মতামত পাঠায়।
বিশেষ অতিথির বক্তব্যে নসরুল্লাহ মো. ইরফান, বেতার ও শ্রোতাক্লাবের উন্নয়নে যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সাউথ এশিয়া রেডিও ক্লাবের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি শ্রোতাক্লাবের অপার সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোর উপরও গুরুত্বারোপ করেন।
ক্লাব চেয়ারম্যানের বক্তব্যে দিদারুল ইকবাল বলেন, শ্রোতাক্লাবের এ দীর্ঘ যাত্রায় অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে। কিন্তু আমরা কখনো দমে যাইনি। সকল প্রতিকূলতা ও বাঁধা-বিপত্তি জয় করে কোনো চাপের কাছে নতি স্বীকার না করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ তার অদম্য সাহস ও দৃঢ়তার সাথে সবকিছু মোকাবিলা করেছে। আমরা চেষ্টা করি বিভিন্ন বেতার অনুষ্ঠানের মান নিয়ে ভালো-মন্দের সার্বিক বিষয়গুলো সর্বোচ্চ তথ্য উপাত্তের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা এবং শ্রোতাক্লাবের সাংগঠনিক কর্মসূচি পালনের স্বচিত্র বিবরণ তুলে ধরা। আমাদের ক্লাব যেমন বেতারে প্রচারিত অনুষ্ঠানের ভুল-ক্রটি কর্তৃপক্ষের কাছে তুলে ধরে, তেমনি বেতারের সব ধরনের ভালো অনুষ্ঠানেরও সমানভাবে প্রশংসা করে থাকে। বেতারের সংশ্লিষ্ট সবার কাছে আমরা শ্রোতাবান্ধব সহযোগিতা কামনা করি।
সভাপতির বক্তব্যে মির শাহ আলম বলেন, শ্রোতাবান্ধব আদর্শ বুকে ধারণ করে অনুষ্ঠান নির্মাণসহ শ্রোতাদের সেবা প্রদান করতে হবে। বেতার কর্তৃপক্ষ সর্বোচ্চ তথ্য উপাত্ত সংগ্রহ করে অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের উজ্জীবিত করতে হবে। বেতারের সাথে সম্পৃক্ত শ্রোতা ও শ্রোতা সংগঠনগুলোকে বিভিন্ন ভাবে যথাযথ মূল্যায়ন ও পুরস্কার প্রদানের অনুরোধ রইলো।
বিশেষ অতিথি ছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের মূখ্য উপস্থাপক ও রেডিও এ্যানাউন্সার্স ক্লাব (র্যাংক) এর সভাপতি মাহবুব সোবহান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, ভারপ্রাপ্ত মহাসচিব নুর মোহাম্মদ, সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া, ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাব, মধুখালি ফরিদপুরের সভাপতি এম এম গোলাম সারোয়ার।
ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে আরআরআই ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অব ইন্দোনিশিয়ার নবনিযুক্ত পরিচালক সোলেমান ইউছুফ, রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া- পাদাং (পশ্চিম সুমাত্রা) এর অনুষ্ঠান বিভাগের প্রধান এনি হাসানাহ মোবারক এবং ভারতের ত্রিপুরা প্রদেশের ডিএক্সার প্রদীপ কুন্ডু এর পাঠানো ভিডিও শুভেচ্ছাবাণী প্রদর্শন করা হয়।
কনফারেন্স শেষে কেক কেটে রজতজয়ন্তী উদযাপন করা হয়। পরে শ্রোতাদের অনুভুতি বিনিময়, শ্রেষ্ঠ শুভাকাঙ্খী পদক ২০২১, ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট বিতরণ চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। এরপূর্বে লাইভ ধারাভাষ্যের মাধ্যমে শ্রোতাদের আনন্দদেন ক্রীড়া ধারাভাষ্যকার মো. আমানুল্লাহ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, মাহমুদ হায়দার জীবন, লাবীব ইকবাল, মো. ইউছুফ, মো. আরিফুল ইসলাম, মো. ওসমান গণি, শহীদুল কায়সার লিমন, মো. সাইদুর রহমান সাফিন, রাশেদ আহমদ, মো. ইমরান হোসেন, মিলন বড়ুয়া, ডা. চিত্তরঞ্জন বড়ুয়া, মো. ইব্রাহীম মাহমুদ, শামীম আলী, রিয়াদ হোসেন, মো. শামীম আকন্দ, মো. মোন্তাফিজুর রহমান, পার্থ ঘোষ, মো. খুরশিদ আলম সরকার, ফাতেমা আক্তার, ওয়াসেক আব্দুল্লাহ, সৈয়দ মোহাম্মদ আরাফাত, মো. সোলায়মান হোসেন, সজিব ভৌমিক, মো. হারুন-অর-রশিদ, মো. রায়হান প্রমুখ।
১৯৯৭ সালের ০১ অক্টোবর বন্দর নগরী চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে শ্রোতাক্লাবটি। প্রতিষ্ঠার রজতজয়ন্তী উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন শ্রোতা সংগঠন, ডিএক্সার ও দেশ-বিদেশের একাধিক বেতারের কর্তৃপক্ষ। দীর্ঘ পথপরিক্রমায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর অর্জন অনেক। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ২০১২ সালে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া- ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অব ইন্দোনেশিয়া এবং চায়না রেডিও ইন্টারন্যাশনাল এর আমন্ত্রণে ক্লাব চেয়ারম্যানের ইন্দোনেশিয়া ও চীন ভ্রমণ। ২০১৩ সালে চায়না রেডিও ইন্টারন্যাশনাল এর আমন্ত্রণে ক্লাব ভাইস-চেয়ারম্যানের চীন ভ্রমণ। আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও ফেয়ার এর আমন্ত্রণে একাধিক ভারত ভ্রমণ। ২০১৯ সালে রেডিও ভেরিতাস এশিয়া (অআরভিএ)’র আমন্ত্রণে ফিলিপাইন ভ্রমণ। পদক/অ্যাওয়ার্ড অর্জন ছাড়াও ক্লাব ও এর সদস্যবৃন্দের প্রাপ্তির তালিকায় রয়েছে অসংখ্য পুরস্কার, সম্মাননা, উপহার।
No comments:
Post a Comment