শুক্রবার (২৮ অক্টোবর ২০২২) বিকালে সিলেট শাহপরান বাহুবল গ্রীণল্যান্ড আবাসিক এলাকায় এই রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মির শাহ আলম বলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব প্রতিষ্ঠার পর থেকে দেশ-বিদেশের বিভিন্ন বেতারের অনুষ্ঠানের মান উন্নয়নে বিভিন্ন মাধ্যমে মতামত, পরামর্শ ও সহযোগিতা করার পাশাপাশি সমাজে মানবিক কাজও করে যাচ্ছে। দেশের প্রতিটি শ্রোতাক্লাবের মধ্যে সার্কের এই দর্শনটি ছড়িয়ে পড়ুক। তাহলে সকলে মিলে বেতার ও শ্রোতাদের উন্নয়নের পাশাপাশি একটি মানবিক সমাজ বিনির্মাণেও ভূমিকা রাখতে সক্ষম হবে। সার্কের রজতজয়ন্তী উপলক্ষে ক্লাবের বিভিন্ন শাখার সদস্যবৃন্দ যে কর্মসূচি গ্রহণ করেছে তা সাফল্যমন্ডিত হোক।
ক্লাব চেয়ারম্যান দিদারুল ইকবাল বলেন, দেশ বিদেশে বিভিন্ন বেতারের অনুষ্ঠানে অসংখ্য শ্রোতাক্লাবের নাম শুনাগেলেও সংশ্লিষ্ট বেতারের প্রচার-প্রসার এবং সামাজিক কার্যক্রমে তেমন কোন শ্রোতাক্লাবকে মাঠ পর্যায়ে এগিয়ে আসতে দেখা যায়নি তখনই চিন্তা করলাম কীভাবে বেতার-শ্রোতা-কমিউনিটি উভয়ের মধ্যে ভ্রাতৃত্বের যোগসূত্র স্থাপন করা যায়। এই প্রচেষ্টা থেকেই সার্কের যাত্রা শুরু। শুরুর সময় থেকে যারা ছিলেন এবং এখন পর্যন্ত যারা আছেন তাদের সবার কাছে রজতজয়ন্তী উৎসবটি নি:সন্দেহে আনন্দের ও গর্বের। এ অগ্রযাত্রায় সম্পৃক্ত সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আশাকরি বাংলাদেশের বর্তমান শ্রোতারা ও শ্রোতাক্লাবের নেতৃবৃন্দ নিয়মিত বেতার অনুষ্ঠান শোনার পাশাপাশি অন্যদের বেতার অনুষ্ঠান শুনতে ও বেতারে চিঠি লিখতে উৎসাহিত করবেন এবং বেতারের প্রচারে কমিউনিটিতে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনে একটি সামাজিক আন্দোলনে পরিণত করবেন।
ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে আরআরআই ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অব ইন্দোনিশিয়ার নবনিযুক্ত পরিচালক সোলেমান ইউছুফ , রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া- পাদাং (পশ্চিম সুমাত্রা) এর অনুষ্ঠান বিভাগের প্রধান এনি হাসানাহ মোবারক এবং ভারতের ত্রিপুরা প্রদেশের ডিএক্সার প্রদীপ কুন্ডু এর পাঠানো ভিডিও শুভেচ্ছাবাণী দেখানো হয়। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ক্লাবের সদস্য লাবীব ইকবাল, সার্ক শাহপরান শাখার সদস্য নার্গিস জাহান ইমান, মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম হায়মন, মাহমুদুর রহমান, মো. আকাশ, ওয়াহিদ আহমদ, জিসান আহমদ, মাহমুদ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ০১ অক্টোবর যাত্রা শুরু করে শ্রোতাক্লাবটি। দীর্ঘ পথপরিক্রমায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর অর্জন অনেক। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ২০১২ সালে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া- ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অব ইন্দোনেশিয়া এবং চায়না রেডিও ইন্টারন্যাশনাল এর আমন্ত্রণে ক্লাব চেয়ারম্যানের ইন্দোনেশিয়া ও চীন ভ্রমণ। ২০১৩ সালে চায়না রেডিও ইন্টারন্যাশনাল এর আমন্ত্রণে ক্লাব ভাইস-চেয়ারম্যানের চীন ভ্রমণ। আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও ফেয়ার এর আমন্ত্রণে একাধিক ভারত ভ্রমণ। ২০১৯ সালে রেডিও ভেরিতাস এশিয়া (অআরভিএ)’র আমন্ত্রণে ফিলিপাইন ভ্রমণ। পদক/অ্যাওয়ার্ড অর্জন ছাড়াও ক্লাব ও এর সদস্যবৃন্দের প্রাপ্তির তালিকায় রয়েছে অসংখ্য পুরস্কার, সম্মাননা, উপহার।
No comments:
Post a Comment