Friday, February 24, 2023
Thursday, February 23, 2023
Wednesday, February 22, 2023
Monday, February 20, 2023
Friday, February 17, 2023
কলকাতায় “১ম বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক ডিএক্স কনফারেন্স ও প্রদর্শনী” অনুষ্ঠিত
১২তম বিশ্ব বেতার দিবস ২০২৩:
১৫ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার সকালে কলকাতা প্রেসক্লাবে “রেডিও: সীমান্তহীন বন্ধুত্ব” শিরোনামে ১ম বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক ডিএক্স কনফারেন্স ও প্রদর্শনীর আয়োজন করে একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ও বিশ্বের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পশ্চিমবঙ্গ কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কলকাতার ফার্স্ট সেক্রেটারি (প্রেস) সাংবাদিক রঞ্জন সেন, পূর্ব ভারতের প্রাচীনতম মিডিয়া প্রশিক্ষণের শিক্ষাপ্রতিষ্ঠান চিত্রবাণীর পরিচালক ফাদার পি জে যোসেফ, অল ইন্ডিয়া রেডিও কলকাতার সহকারী ইঞ্জিনিয়ার (অবসর) স্বরূপ ব্যানার্জি।
আলোচনা অনুষ্ঠানে বিশ্ব বেতার দিবস ২০২৩ এর প্রতিপাদ্য- বেতার ও শান্তি, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর পরিচিতিসহ লক্ষ্য ও উদ্দেশ্য, বেতারের সেকাল-একাল, জনসমাজে বেতারের প্রভাব ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। অতিথিবৃন্দ শ্রোতা সম্মেলনে আগত দর্শকদের বাংলাদেশ বেতার, অল ইন্ডিয়া রেডিওসহ অন্যান্য বেতারের অনুষ্ঠান শুনতে উৎসাহিত করেন। শ্রোতা ডিএক্সারবৃন্দও তাদের বক্তব্যে বেতার শোনার রোমাঞ্চকর স্মৃতি তুলে ধরেন এবং তাদের দেখা সত্তোরের দশক থেকে শুরু করে এখন পর্যন্ত বেতারের যে পরিবর্তন হয়েছে তা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ভারতের আগরতলা ত্রিপুরা রাজ্যের ডিএক্সার প্রদীপ চন্দ্র কুন্ডুকে ১৯৮০ সাল হতে ২০২২ সাল পর্যন্ত বিশ্বের ১২০টিরও বেশি দেশ থেকে ৫০৮টি রেডিও স্টেশন হতে ১২০০ এরও বেশি কিউএসএল কার্ড সংগ্রহ করায় “সার্ক ডিএক্স অ্যাওয়ার্ড ২০২২” প্রদান করা হয়। এছাড়া ১৯৬৯ ও ৭০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ডিএক্সীং কার্যক্রমে অসামান্য অবদান রাখায় বাবুল গুপ্ত, সুদীপ্ত ঘোষ এবং তৃপ্তি রঞ্জন বসুকে "সিনিয়র ডিএক্সার পদক" প্রদান করা হয়।
পদক প্রদান শেষে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর পশ্চিমবঙ্গ রাজ্য শাখার উদ্বোধন করা হয় এবং শাখার নবনির্বাচিত সভাপতি কলকাতার অন্যতম মেধাবী অ্যামেচার রেডিও অপারেটর/হ্যামার (কল সাইন: VU2HRF) মো. আরিফ-কে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে ক্লাবের নিজস্ব প্রকাশনা "ডিএক্সীং নিউজ" এর বিশ্ব বেতার দিবসের বিশেষ সংখ্যার মোড়ক ২য় বার উন্মোচন করা হয়। এছাড়া অনুষ্ঠানের শেষে ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কলকাতার ফার্স্ট সেক্রেটারি (প্রেস) সাংবাদিক রঞ্জন সেন, চিত্রবাণীর পরিচালক ফাদার পি জে যোসেফ, অল ইন্ডিয়া রেডিও কলকাতার সহকারী ইঞ্জিনিয়ার (অবসর) স্বরূপ ব্যানার্জির হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। পরে সম্মেলনে অংশগ্রহণকারী শ্রোতা ডিএক্সারদের মাঝে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ কর্তৃক আয়োজিত “১ম বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক ডিএক্স কনফারেন্স ও প্রদর্শনী” অনুষ্ঠানটি সফল করতে ভারতের সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডিএক্সার সিদ্ধার্থ ভট্টাচার্য, প্রদীপ চন্দ্র কুন্ডু এবং সুদীপ্ত ঘোষকে “ক্রেস্ট অব অনার” প্রদান করা হয়।
এছাড়া কলকাতার ”ইন্ডিয়ান ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল” এর পক্ষ থেকে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম ও সিলেট শাখার সভাপতি মো. চাঁন মিয়াকে স্মারক ক্রেস্ট ও সনদপত্র এবং বাংলাদেশের অন্য প্রতিনিধিদের সনদপত্র প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, চট্টগ্রাম জেলা শাখার সদস্য মোহাম্মদ ইউছুফ ও মো. আজিম উল্লাহ ভূঁইয়া, সিলেট জেলা শাখার সদস্য পনির আলম হাওলাদার, কাজী ওমর ফারুক, সোহরাব আলী ও তুহিন আহমেদ এবং ‘বন্ধু ক্লাব’ ফরিদপুর, মধুখালী ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সারোয়ার। ভারতের শ্রোতা প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধার্থ ভট্টাচার্য, প্রদীপ চন্দ্র কুন্ডু, সুদীপ্ত ঘোষ, বাবুল গুপ্ত, তৃপ্তি রঞ্জন বসু, রতন কুমার গিরি, সন্দীপন বসু মল্লিক, বিধান চন্দ্র সান্যাল, ওম প্রকাশ ভার্মা, গৌতম মন্ডল, তরুণ কুমার মৈত্র, শিবেন্দু পাল, খোশ মোহাম্মদ, রজনীশ কুমার, উদয় বান ঠাকুর, মাধব চন্দ্র সাগর, সমরেন্দ্র বিশ্বাস, বিকাশ বসু রায়, সাংবাদিক শুভদ্যুতি দত্ত, সাংবাদিক বনি সিং, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সদস্য ফয়সাল। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পিয়ালি ভট্টাচার্য।
ভারতে অনুষ্ঠিত শ্রোতা সম্মেলনটি সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, ক্লাবের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, উপদেষ্টা আবাম ছালাউদ্দিন, ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক মাহমুদ হায়দার জীবন, সদস্য লাবীব ইকবাল প্রমুখ।