১২তম বিশ্ব বেতার দিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার জাতীয় বেতার ভবনে আয়োজিত এক শ্রোতা সম্মেলনে বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও সদস্য লাবীব ইকবালের হাতে এই “শ্রেষ্ঠ সংগঠন” পুরস্কার তুলে দেন। বাংলাদেশ বেতারের অনুষ্ঠান প্রচার-প্রসার, শ্রোতা বৃদ্ধি, বেতার অনুষ্ঠানের মান উন্নয়নে সহযোগিতাসহ সামাজিক কর্মকান্ডে অসামান্য অবদান রাখায় এই পুরস্কার প্রদান করা হয়।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এ এস এম জাহীদ, প্রধান প্রকৌশলী মো. মাসুদ ভূঁইয়া, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ উদ্দিন ও কামাল আহমেদ।
শ্রোতা সম্মেলনে বাংলাদেশ বেতারের বিভিন্ন দপ্তরের পরিচালক, অন্যান্য কর্মকর্তা ও কলা-কুশলী, শিল্পীদের পাশাপাশি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক মাহমুদ হায়দার জীবন, প্রচার সম্পাদক মো: ইয়াকুব আলী, চট্টগ্রাম বোয়ালখালী শাখার সভাপতি শাহ মো. ইউনুছ আনছারী, রাউজান শাখার সদস্য সৈয়দ মো. আরাফাত, সাতক্ষীরা শাখার সভাপতি এস এম আক্তারুল ইসলাম এবং দেশের বিভিন্নি প্রান্ত থেকে আসা তিনশতাধিক শ্রোতাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ ১৯৯৭ সালের ১লা অক্টোবর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ক্লাব নিয়মিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ বেতার ও অন্যান্য আন্তর্জাতিক বেতারের প্রচারণায় কাজ করে যাচ্ছে এবং জনসাধারণকে বেতার অনুষ্ঠান শুনতে উদ্বোদ্ধকরণসহ শ্রোতাবৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বেতার অনুষ্ঠানের মান উন্নয়নে সহযোগিতাসহ সামাজিক কর্মকান্ডেও ক্লাবটি ভূমিকা রাখছে। ২০২০ সালেও বাংলাদেশ বেতারের অনুষ্ঠান প্রচার-প্রসার ও শ্রোতা বৃদ্ধিতে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে অসামান্য অবদান রাখায় বাণিজ্যিক কার্যক্রম থেকে ”শ্রেষ্ঠ শ্রোতাক্লাব পদক” লাভ করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। শুধু তাই নয় ক্লাবটি আন্তর্জাতিক পর্যায়েও ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইন এবং ভারত থেকে একাধিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছে এবং ক্লাবের প্রতিনিধিবৃন্দ সংশ্লিষ্ট দেশ ভ্রমণ করেছেন যা বেতার ইতিহাসে বিরল। ক্লাবের এবারের অর্জনেও অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের শুভাকাঙ্খীরা।
“বেতার ও শান্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ১২তম বিশ্ব বেতার দিবসের অনুষ্ঠানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশকে এই সম্মান প্রদান করায় বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, উপদেষ্টাদের মধ্যে একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, সিআরআই বাংলা বিভাগের সাবেক বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, বাংলাদেশ বেতারের সাবেক উপআঞ্চলিক পরিচালক শামসুল হক দিশারী ও আঞ্চলিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবু তাহের রায়হান, চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও চেয়ারম্যান ড. সালেহা কাদের, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যাডভাইজার অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, দৈনিক একুশের বাণীর উপ-সম্পাদক শাহাদাৎ হোসেন আশরাফ, দৈনিক বাংলাদেশের আলোর যুগ্ম বার্তা সম্পাদক আনজুমান আরা শিল্পী,; ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল এবং ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মো: ওসমান গণি; গাজীপুর রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতাসংঘের সভাপতি মো: শহীদুল কায়সার লিমন; ফরিদপুর ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সারোয়ার; সাউথ এশিয়া রেডিও ক্লাব চট্টগ্রাম শাখার মো: মোসলেহ উদ্দিন খান (জুয়েল), মোবারক হোসেন ভূঁইয়া, মো: শাহীন চৌধুরী, মোহাম্মদ ইউছুফ ও মো: আজিম ভূঁইয়া; চট্টগ্রাম বাকলিয়া শাখার সভাপতি মো: রহমত উল্লাহ; সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন; সিলেট শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান, সিলেট লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়, কুমিল্লা শাখার সভাপতি মো: আব্দুল হালিম ও লালমাই শাখার সভাপতি সায়মা মজুমদার, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো: সোলায়মান হোসেন, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ শাখার সভাপতি এম এ ছালাম, রাজশাহী শাখার সভাপতি মো: হারুন-অর-রশিদসহ অন্যান্য শাখার নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment