ভারতের উড়িশায় ৯ম আন্তর্জাতিক রেডিও মেলায় সাউথ এশিয়া রেডিও ক্লাবের “৫ম আন্তর্জাতিক বাংলাদেশ ডিএক্স প্রদর্শনী” অনুষ্ঠিত
ভারতের নতুন দিল্লি বাংলাদেশ হাইকমিশনের প্রেস অ্যান্ড ইনফরমেশন উইং এর মিনিস্টার (প্রেস) বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদ আউটরিচ ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের আমন্ত্রণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে তিন দিন ব্যাপী রেডিও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টলে সংগৃহীত বেতার সামগ্রীর নানান তথ্য জানার চেষ্টা করেন। অপরদিকে “বাংলাদেশ-ভারত বন্ধুত্ব আকাশচুম্বী” শিরোনামে বাংলাদেশ স্টলে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ জাতীয় বেতার (বাংলাদেশ বেতার) ও বিভিন্ন আন্তর্জাতিক বেতার থেকে প্রাপ্ত পদক/পুরস্কার, উপহারসহ প্রমোশনাল সামগ্রীর প্রদর্শনী করে। তিনি বাংলাদেশ স্টলও ফিতা কেটে উদ্বোধন করেন এবং বেতার দিবসের বিশেষ টি-শার্ট উন্মোচন ও ডিএক্সিং নিউজ পত্রিকার বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। এসময় তিনি ভারতের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল এএনআই, নক্সাস্ট্রা নিউজ, এমবিসি টিভি, জনতা নিউজ, নিউজ উড়িশা, রাজধানী রিপোর্টার, উড়িশা টিভি, রেডিও চকলেটসহ বহু গণমাধ্যমে সাক্ষাৎকার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, আউটরিচের ম্যানেজিং ট্রাস্টি ও মেলার আহবায়ক সুব্রত কুমার পাতি, শাস্বতী কর, কর্ণেল ডিডি সোয়াইন, ও আউটরিচের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া, সদস্য পনির আলম হাওলাদার, কাজী ওমর ফারুক, সোহরাব আলী ও তুহিন আহমেদ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, চট্টগ্রাম জেলা শাখার সদস্য মোহাম্মদ ইউছুফ ও মো. আজিম উল্লাহ ভূঁইয়া এবং বন্ধু ক্লাব ‘ফরিদপুর, মধুখালী ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের’ সভাপতি এম এম গোলাম সারোয়ার সহ উড়িশার বেতার প্রেমী ব্যক্তিবর্গ। মেলার উদ্বোধন শেষে ইনডোর আলোচনা সভায় আউটরিচের ম্যানেজিং ট্রাস্টি সুব্রত কুমার পাতির সভাপতিত্বে ও শাস্বতী করের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মঞ্চে বক্তব্য রাখেন, বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভুবনেশ্বরের মেয়র সুলোচনা দাস, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম প্রমুখ।
মেলায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের “৫ম আন্তর্জাতিক বাংলাদেশ ডিএক্স প্রদর্শনী-২০২৩” স্টল পরিদর্শন করেছেন, ভুবনেশ্বরের মেয়র সুলোচনা দাস, ওড়িশা বিধানসভার সদস্য ও ওড়িয়া চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আকাশ দাস নায়ক, ভারতীয় গণযোগাযোগ ইনস্টিটিউটের আঞ্চলিক পরিচালক প্রফেসর ড. মৃণাল চ্যাটার্জি, ইস্টর্ন মিডিয়া লিমিটেড, কনক নিউজ এবং রেডিও চকলেট ১০৪ এফএম এর নির্বাহী পরিচালক তনয়া পট্টনায়েক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। ক্লাবের পক্ষ থেকে ভুবনেশ্বরের মেয়র সুলোচনা দাস, ওড়িশা বিধানসভার সদস্য আকাশ দাস নায়ক এবং রেডিও চকলেট ১০৪ এফএম এর নির্বাহী পরিচালক তনয়া পট্টনায়েককে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে। ইনডোর মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দলের পরিবেশনা পর্যবেক্ষণ করে ওড়িশার রাজকীয় লোকনৃত্য গোটিপুয়া নৃত্যের অসাধারণ পরিবেশনার জন্য অভিন্ন সুন্দর গোটিপুয়া নৃত্য পরিষদকে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন ড. মির শাহ আলম ও দিদারুল ইকবাল। তিন দিনের রেডিও মেলায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে আউটরিচের পক্ষ থেকে ক্রেস্ট ও সনদপত্র এবং বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী সকল প্রতিনিধিকে সনদপত্র প্রদান করা হয়েছে। এছাড়া মেলার শেষ দিনে উড়িশার সিনিয়র শ্রোতা শেখ আফজাল হোসাইন এর পক্ষ থেকে তার ছেলে শেখ আনোয়ার হোসাইন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম এবং ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালকে বিশ্ব বেতার দিবস উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
No comments:
Post a Comment