ভারতের উড়িশার বেসরকারী সংস্থা আউটরিচ কর্তৃক আয়োজিত ৯ম আন্তর্জাতিক রেডিও মেলায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে “৫ম আন্তর্জাতিক বাংলাদেশ ডিএক্স প্রদর্শনী-২০২৩” এর আয়োজন করবে একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
উড়িশার রাজধানী ভুবনেশ্বরের ভঞ্জা কালা মন্ডপে ১২তম বিশ্ব বেতার দিবস উপলক্ষে ১১-১৩ ফেব্রুয়ারি ২০২৩ “নবম আন্তর্জাতিক রেডিও মেলা ২০২৩” অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আয়োজনে আউটরিচ ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের আমন্ত্রণে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের নতুন দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস অ্যান্ড ইনফরমেশন উইং এর মিনিস্টার (প্রেস) বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদ।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সংগৃহীত বেতার সামগ্রী স্ব স্ব স্টলে প্রদর্শন করবে। “বাংলাদেশ-ভারত বন্ধুত্ব আকাশচুম্বী” শিরোনামে বাংলাদেশ স্টলে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ জাতীয় ও বিভিন্ন আন্তর্জাতিক বেতার থেকে প্রাপ্ত পদক/পুরস্কার, উপহারসহ প্রমোশনাল সামগ্রী প্রদর্শনী করবে এবং বিশেষ করে স্টলে আগত দর্শনার্থীদের বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনতে উৎসাহিত করবে। তিন দিন ব্যাপী মেলায় বাংলাদেশের পক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের নেতৃত্বে ১১জন সদস্য অংশগ্রহণ করবেন। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া, সদস্য পনির আলম হাওলাদার, কাজী ওমর ফারুক, সোহরাব আলী ও তুহিন আহমেদ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, চট্টগ্রাম জেলা শাখার সদস্য মোহাম্মদ ইউছুফ ও মো. আজিম উল্লাহ ভূঁইয়া এবং বন্ধু ক্লাব ‘ফরিদপুর, মধুখালী ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের’ সভাপতি এম এম গোলাম সারোয়ার। মেলার সমাপনী অনুষ্ঠানের মূল আয়োজনে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম। তিন দিনের এই মেলার উদ্দেশ্য বিশ্ব রেডিও দিবস উদযাপন, রেডিও শ্রোতা বৃদ্ধি, জনসেবায় রেডিওর গুরুত্ব সম্পর্কে সম্প্রচারকদের সংবেদনশীল করা, কেরিয়ার হিসেবে রেডিও বেছে নিতে তরুণদের উৎসাহিত করা, সংস্কৃতির প্রচার ও বিনিময়, কমিউনিটি রেডিও উৎসাহীদের সহায়তা প্রদান ইত্যাদি। অনুষ্ঠানে যোগদান করবেন- ভারতের কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রী, সরকারী কর্মকর্তা, রেডিও স্টেশনের মালিক এবং রেডিও অ্যাসোসিয়েশন, শ্রোতাক্লাব, ভারত ও বাংলাদেশের রেডিও শ্রোতা, বিভিন্ন রেডিও স্টেশনে কর্মরত রেডিও জকি, সম্প্রচারক এবং প্রযুক্তিবিদ, পাবলিক সার্ভিস ব্রডকাস্টার, প্রাইভেট এফএম রেডিও স্টেশন এবং কমিউনিটি রেডিও স্টেশন, সম্প্রচার সরঞ্জাম এবং রেডিও সেট নির্মাতা প্রতিষ্ঠান, হ্যাম রেডিও অপারেটর। আরো থাকবে বিশ্ব রেডিও দিবসের থিম ভিত্তিক স্যান্ড আর্ট, রেডিও মেরামতের স্টল, নতুন রেডিও শপ এবং সেলফি জোন। ইনডোর আয়োজনে থাকবে সভা, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় বাংলাদেশ ডিএক্স প্রদর্শনী যাতে সফল হয় তার জন্য অগ্রিম শুভকামনা জানিয়েছেন, ক্লাবের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, উপদেষ্টা ও সিআরআই বাংলা বিভাগের সাবেক বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক মাহমুদ হায়দার জীবন, সদস্য লাবীব ইকবাল প্রমুখ।
No comments:
Post a Comment