সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের উদ্যোগে সার্ক- হাবিবনগর চা বাগান শাখার সদস্যদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সভা ও মশারি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩) বিকেল ৩টায় সিলেট জৈন্তাপুর ৬নং চিকনাগুল ইউনিয়নে অবস্থিত হাবিবনগর চা বাগানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সভা ও মশারি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)। ক্লাবের ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মির শাহ আলম বলেন, দেশে সর্বত্র ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। চা বাগান গুলোতে ডেঙ্গু মশার উপদ্রব বেশি। তাই চা বাগানের জনগোষ্ঠীকে সবসময় সচেতন থাকতে হবে। বাড়ীর আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। বাড়ীতে ব্যবহৃত পরিত্যাক্ত পাত্রে পানি জমতে দেওয়া যাবেনা কারণ সেখানে এডিস মশার লার্ভা জন্মায়। কারো ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত চিকিৎসা নিতে হবে।
সভাপতির বক্তব্যে দিদারুল ইকবাল বলেন, ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ। এই রোগ এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধরণত ভোর বেলায় ও সন্ধ্যার সময় কামড়ায়। তাই দিনে অথবা রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। সবাই সচেতন হলেই একমাত্র ডেঙ্গু রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
সভা শেষে প্রধান অতিথি ড. মির শাহ আলম ও ক্লাব চেয়ারম্যান দিদারুল ইকবাল সার্ক- হাবিবনগর চা বাগান শাখার সদস্যদের মাঝে মশারি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের সদস্য লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- হাবিবনগর চা বাগান শাখার উপদেষ্টা ও চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুমন কালিন্দী, একি ক্লাবের উপদেষ্টা ও পঞ্চায়েত সদস্য নজরুল সরদার এবং আলী আকবর, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- হাবিবনগর চা বাগান শাখার সাধারণ সম্পাদক সুজলা বাউরী, যুগ্ম সম্পাদক মোছা: মাহমুদা আক্তার সখি, কার্যনির্বাহী সদস্য বৈশাখী রাউতিয়া, সুমনা বাউরী, গঙ্গা রিকিয়াশন, নরেশ রিকিয়াশন ও তাপস কর্মকার, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- খাঁন চা বাগান শাখার উপদেষ্টা নিখিল কুমার দাস, মনজিলা রায়, হাবিবা আক্তার, নয়ন বাউরি, মুক্তা, শাহীন আলম, ময়নুল ইসলাম, সামাদ প্রমুখ।
No comments:
Post a Comment