টাঙ্গাইল মধুপুরে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক একাধিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
১১ অক্টোবর ২০২৩, বুধবার বিকেল ৩টায় টাঙ্গাইল মধুপুর উপজেলার ময়েজ উদ্দিন সড়কে এক আনন্দঘন পরিবেশে ক্লাবের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাব সভাপতি মো: সোলায়মান হোসেনের নেতৃত্বে ময়েজ উদ্দিন সড়কে আনন্দ র্যালী বের করা হয়। র্যালী শেষে কেক কেটে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের ইতিহাস, আন্তর্জাতিক অর্জন এবং লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ক্লাবের সভাপতি মো: সোলায়মান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি অলক কুমার চৌধুরী, সদস্য অভিষেক বর্মন, সজীব ভৌমিক, মনিরুজ্জামান আকাশ, মো: আশরাফুল ইসলাম মারুফ, মেহেদী হাসান লাবন, পারভেজ হোসেন, মঞ্জিল হোসেন, নাঈম হোসেন, সাদিকুল ইসলাম, সাদিকুল ইসলাম (২), মো: সুমন মিয়া, তামান্না সরকার, তানজিলা, সাদিয়া, ছোয়া, লাবীবা, হারুন, মো: নজরুল ইসলাম, আশিক, রিফাত, খালিদ হাসান, শান্ত, আসলাম মিয়া, ইমরান, মো: খোকন মিয়া, নাহিদুল ইসলাম নির্জন প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্যের সাথে উদযাপন করায় টাঙ্গাইল শাখা ক্লাবের নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন, কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও মহাসচিব সাংবাদিক নুর মোহাম্মদ।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১লা অক্টোবর বন্দর নগরী চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় তৎকালীন ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব বাংলাদেশ যা আজকের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। এই ক্লাবের মাধ্যমে বেতার এবং শ্রোতাদের মধ্যে যোগসূত্র স্থাপন ছাড়াও বর্হিবিশ্বে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা সহ সংশ্লিষ্ট দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বার্তা প্রেরক,
সজীব ভৌমিক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
টাঙ্গাইল জেলা শাখা।
No comments:
Post a Comment