টাঙ্গাইল মধুপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন করেছে বেতার ভিত্তিক শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখা।
বুধবার (১৮ অক্টোবর ২০২৩) সকালে টাঙ্গাইল মধুপুর উপজেলা প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে মধুপুর উপজেলা প্রশাসনের পাশাপাশি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা ও গভীর ভালোবাসা নিবেদন করেন ক্লাবের সভাপতি মো: সোলায়মান হোসেন ও সদস্য মেহেদী হাসান লাবন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে সেখান থেকে দিবসের প্রতিপাদ্য “শেখ রাসেল দ্বীপ্তিময়- নির্ভীক নির্মল দুর্জয়” স্লোগানটি সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এতে অংশ নেন মধুপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, উপজেলা ভাইস-চেয়ারম্যান শরীফ আহমদ নাছির, পৌর মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, মধুপুর প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম শহীদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো: সোলায়মান হোসেন ও সদস্য মেহেদী হাসান লাবন প্রমুখ।
শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২৩ পালন করায় টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন, কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও মহাসচিব সাংবাদিক নুর মোহাম্মদ।
বার্তা প্রেরক,
সজীব ভৌমিক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
টাঙ্গাইল জেলা শাখা।
No comments:
Post a Comment