বাংলাদেশের
রাজধানী ঢাকায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারীতে “ক্যামেরায়
চীন-বাংলাদেশ মৈত্রী” প্রদর্শনী দেখতে অন্যান্য দর্শকদের পাশাপাশি সিআরআই লিসনার্স
ক্লাব অব বাংলাদেশের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলা থেকেও এসেছেন চীন
আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর শ্রোতাবন্ধুরা।
তাঁরা জানিয়েছেন, সিআরআই কতৃক আয়োজিত “ক্যামেরায়
চীন-বাংলাদেশ মৈত্রী” শীর্ষক প্রদর্শনীটি তাদেরকে খুব কাছ থেকে চীনকে জানার
ব্যবস্থা করে দিয়েছে। এ ধরনের প্রদর্শনী ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য বিভাগীয় শহরেও
বার বার আয়োজন করার জন্য তাঁরা জোড়ালো প্রস্তাব ও দাবি জানিয়েছেন।
নাটোর জেলা থেকে
প্রদর্শনী দেখতে এসেছেন চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধু সোনাতন দাস, সোহাগ কুমার, রাশেদুল ইসলাম, তন্ময় কুমার এবং রফিকুল হাসান রবিন।
নাটোর জেলা থেকে
প্রদর্শনী দেখতে এসেছেন চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধু রাশেদুল ইসলাম।
নাটোর জেলা থেকে
প্রদর্শনী দেখতে এসেছেন চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধু রফিকুল হাসান রবিন,
সোহাগ কুমার, তন্ময় কুমার, সোনাতন দাস এবং রাশেদুল ইসলাম।
নাটোর জেলার শ্রোতাবন্ধু তন্ময় কুমার, সোনাতন দাস এবং সোহাগ কুমার।
শ্রোতাবন্ধু সোনাতন দাস, রাশেদুল ইসলাম, রফিকুল হাসান রবিন, তন্ময় কুমার এবং সোহাগ কুমার।
সোহাগ কুমার, সোনাতন দাস, রাশেদুল ইসলাম, তন্ময় কুমার এবং রফিকুল হাসান রবিন।
প্রদর্শনী দেখতে
এসেছেন চীন আন্তর্জাতিক বেতারের কিশোরগঞ্জের শ্রোতাবন্ধু মামুনুর রশীদ।
প্রদর্শনী দেখতে
এসেছেন চীন আন্তর্জাতিক বেতারের বগুড়া জেলার শ্রোতাবন্ধু এম এ বারিক।
বাংলাদেশের
রাজধানী ঢাকার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারীতে বেশ জমে উঠেছে
“ক্যামেরায় চীন-বাংলাদেশ মৈত্রী” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।
প্রতিদিন
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শতশত দর্শক প্রদর্শনীটি দেখতে ভিড় জমাচ্ছে জাতীয়
জাদুঘরে। প্রদর্শনী দেখতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা থেকেও এসেছেন চীন
আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুরা।
গ্যালারীতে
প্রদর্শীত ছবি দেখে বহু দর্শনার্থী তাদের মূল্যবান মতামত লেখেছেন “ভিজিটর বুকে”।
যেখানে দর্শনার্থীদের চোখে ভালো লাগা, প্রদর্শনীর গুরুত্ব এবং প্রয়োজনীয়তার
বিষয়গুলি ফুটে উঠেছে। এছাড়া সিআরআই এর বিশেষ ইন্টারভিউতেও বেশ কয়েকজন দর্শনার্থী
তাদের অনুভূতি এবং ভালোলাগার কথাগুলি জানিয়েছেন।
উল্লেখ্য,
গত ৫ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে “ইমেজ অব ফ্রেন্ডশিপ বিটুইন চায়না অ্যান্ড
বাংলাদেশ” শীর্ষক প্রদর্শনীটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয়
জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার
উদ্দিন আহমেদ। বাংলাদেশস্থ চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর চেন শুয়াং এর
সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিআরআই বাংলা বিভাগের উপপরিচালক চাও
ইয়ানহুয়া (সুবর্ণা)।
বাংলাদেশ-চীন
কূটনৈতিক সম্পর্কের ৪০ বছরকে কেন্দ্র করে “ক্যামেরায় চীন-বাংলাদেশ মৈত্রী” শীর্ষক
আলোকচিত্র প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই),
বাংলাদেশের জাতীয় জাদুঘর এবং বাংলাদেশস্থ চীনা দূতাবাস।
দিদারুল
ইকবাল
বাংলাদেশ
মনিটর
চীন
আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।
চলতি বছর
নভেম্বর মাসে বাংলাদেশে অফিসিয়াল সফরে আসেন চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা
বিভাগের উপ-পরিচালক চাও ইয়ানহুয়া (সুবর্ণা)।
এর মধ্যে
তিনি বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদসহ বেতারের উর্ধ্বতন
কর্মকর্তাদের সাথে সিআরআই ও বাংলাদেশ বেতারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেন।
গত ৬
নভেম্বর শুক্রবার সকালে সিআরআই বাংলা বিভাগের উপ-পরিচালক চাও ইয়ানহুয়া (সুবর্ণা)
রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরে বাংলাদেশ বেতারের জাতীয় বেতার ভবন পরিদর্শনে
আসেন। এসময় তাকে বেতারে স্বাগত জানান বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের উপ-পরিচালক মো:
ওমর শরীফ এবং এবিএম রফিকুল ইসলাম।
ঢাকা
বেতারের উপ-পরিচালক মো: ওমর শরীফ চাও ইয়ানহুয়া (সুবর্ণা)-কে বেতারের সকল স্টুডিও
এবং মাস্টার কন্ট্রোল রুম (এমসিআর) ঘুরে দেখান। সুবর্ণা-কে বাংলাদেশ বেতার মিডিয়াম
ওয়েভ, শর্ট ওয়েভ এবং এফএম-এ প্রতিদিন কত ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার করে থাকে এবং
কি কি অনুষ্ঠান সম্প্রচার হয় সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানান।
পরে বাংলাদেশ
বেতার, ঢাকা ‘বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর’ উপলক্ষে "বন্ধুত্বের চার
দশক” শিরোনামে ভিআইপি স্টুডিও-তে একটি বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করে। বেতারের
উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলামের প্রযোজনায় এবং মো: গোলাম আজমের সম্পাদনায় সাক্ষাৎকারটি
গ্রন্থনা ও উপস্থাপনা করেন দিদারুল ইকবাল।
"বন্ধুত্বের
চার দশক” শীর্ষক বিশেষ সাক্ষাৎকারে দু’দেশের বন্ধুত্ব এবং নানান সহযোগিতার
বিষয়গুলি উঠে আসে। এছাড়া আকাশ পথে বা ঈথারের মাধ্যমে চীন আন্তর্জাতিক বেতার এবং
বাংলাদেশ বেতার যৌথ ভাবে দু’দেশের সাংস্কৃতিক ও তথ্য আদান-প্রদান আরো বেশি করে
কিভাবে বিনিময় করতে পারে, ভবিষ্যতে উভয়ের সহযোগিতা বৃদ্ধি করতে পারে সে বিষয়গুলি গুরুত্বের
সাথে আলোচনা হয়।
সাক্ষাৎকার
গ্রহণ শেষে দিদারুল ইকবাল সিআরআই বাংলা বিভাগের উপ-পরিচালক চাও ইয়ানহুয়া
(সুবর্ণা)-কে বাংলাদেশ বেতারের প্রকাশিত দ্বি-মাসিক পত্রিকা “বেতার বাংলা” উপহার
দেন।
উল্লেখ্য, একই
দিনে রাত ৮:১০ মিনিটে বাংলাদেশ বেতারের মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্জ এবং এফএম ১০৬
মেগাহার্জে প্রচারিত ২০ মিনিট স্থিতির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানটি শ্রোতাদের
মাঝে ব্যাপক সাড়া ফেলে। যা ফেইসবুক ফ্যান পেইজে শ্রোতাদের মতামতে লক্ষ্য করা যায়।
দিদারুল
ইকবাল
বাংলাদেশ
মনিটর
চীন
আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।
চলতি বছর
নভেম্বর মাসে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের উপ-পরিচালক চাও
ইয়ানহুয়া (সুবর্ণা)’র নেতৃত্বে চীন আন্তর্জাতিক বেতারের একটি প্রতিনিধিদল বাংলাদেশ
সফরে আসেন। প্রতিনিধি দলটি ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০
বছর’ উপলক্ষে আয়োজিত দু’টি অনুষ্ঠানে যোগদান করেন।
গত ৫
নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সফরে আসা চীন বেতারের প্রতিনিধি দলের
সৌজন্যে বাংলাদেশ বেতার একটি নৈশভোজ সভার আয়োজন করে বসুন্ধরা সিটির একটি রেস্টুরেন্টে।
এতে বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কর্মকর্তাসহ বাংলাদেশ বেতারের উর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
নৈশভোজে
আমন্ত্রিত সবাইকে স্বাগত জানান বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন
আহমেদ। ব্যুফেট ডিনারের পাশাপাশি বাংলাদেশ বেতার, চীন আন্তর্জাতিক বেতার এবং
বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কর্মকর্তাবৃন্দ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে
আলাপ-আলোচনা করেন।
নৈশভোজ শেষে
বাংলাদেশ বেতারের পক্ষ থেকে সিআরআই এবং চীনা দূতাবাসের আমন্ত্রিত অতিথিদের উপহার
প্রদান করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ।
দিদারুল
ইকবাল
বাংলাদেশ
মনিটর
চীন
আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।