চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামের প্রখ্যাত
সুফী সাধক, পীরে ত্বরিকত হযরত মাওলানা মোহাম্মদ ছাহেব (রহ:) এর ৩৮তম বার্ষিক ইছালে
ছওয়াব উপলক্ষে অনুষ্ঠিত ওরশ শরীফের মেলায় গত ১৪ ও ১৫ মার্চ শনিবার ও রবিবার “বেতার
বিষয়ক ডিএক্সিং প্রদর্শনী”র যৌথ আয়োজন করেছে আন্তর্জাতিক একাধিক গ্র্যান্ড
পুরস্কারপ্রাপ্ত ও বিশ্বের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
এবং রাউজান রায়টার্স ক্লাব।
এতে বাংলাদেশ বেতার, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), ভয়েস অব ইন্দোনেশিয়া
(ভিওআই), রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ), ভয়েস অব আমেরিকা (ভিওএ), বিবিসি, ডয়চে ভেলে
(ডিডাব্লিউ), এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান, রেডিও তেহরান, রেডিও সৌদিআরব,
অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডাব্লিউআর), কেবিএস ওয়ার্ল্ড রেডিও, রেডিও কেনাডা
ইন্টারন্যাশনাল (আরসিআই), রেডিও ফ্রি এশিয়া (আরএফএ), রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল
(আরএফআই), রেডিও ন্যাদারল্যান্ড (আরএনডাব্লিউ), রেডিও প্রাগো, রেডিও রোমানিয়া
ইন্টারন্যাশনাল (আরআরআই), রেডিও সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল (আরএসআই), রেডিও তাইওয়ান
ইন্টারন্যাশনাল (আরটিআই), রেডিও রাশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক বেতারের ম্যাগাজিন,
পত্রিকা, রেডিও, প্যাড, কলম, কোটপিন, ব্যাজ, চাবির রিং, ব্যাগ, ম্যাপ,
ক্যালেন্ডার, অনুষ্ঠান সূচি, স্টিকার, বুকলেট, বুকমার্ক, ক্রেস্ট, ওয়ালমেট, মাউস
প্যাড, হাতপাখা, ঘড়ি, ক্যাপ, টি-শার্ট, ফেস্টুন, বেলুন, ক্যামেরা, পেনড্রাইভ,
ম্যাগনেটিক ম্যাপ, টর্চলাইট, আইপড, আয়না, ক্যালকুলেটর, ছাতা, খনিজ লবণ, ছাতা,
টেলিফোন ইনডেক্স, এমপিথ্রি, ফাস্ট এইড কিট, ডায়েরী, নোটবুক, টি স্পোন, মগ, ফটোফ্রেম,
ব্যায়াম সেট, টেবিল রানার, স্কার্ফ, টাই, সিডি/ডিভিডি, স্কেল, ভাষা শিক্ষার বই,
রেশমচিত্র, পুতুল, আইডি কার্ড ফিতা, ভাস্কর্য ইত্যাদি পুরস্কার ও উপহারসামগ্রী
প্রদর্শন করা হয়। বিভিন্ন বেতারের প্রচারনামূলক কিছু কিছু আইটেম স্টল পরিদর্শনে
আসা দর্শক শ্রোতাদের মাঝে বিনা মূল্যে বিতরণ করা হয়েছে এবং রেডিও শুনতে উৎসাহিত
করা হয়। এছাড়া ডিএক্সিং প্রদর্শনী’র স্টল পরিদর্শনে আসা দর্শনার্থীদের পরিদর্শন
বুকে মতামত ও গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
স্টলে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা ও সহযোগিতায় ছিলেন, সাউথ এশিয়া রেডিও
ক্লাব (সার্ক) চট্টগ্রাম অঞ্চলের তথ্য সম্পাদক লেখক ও ফ্রি-লান্স সাংবাদিক নূর
মোহাম্মদ, মো: মোরশেদ বাবু, মো: আজম, মো: তারেক, মো: রাব্বি, সাব্বির হোসেন ইমন,
মো: শোয়েব প্রমূখ।
ডিএক্সিং প্রদর্শনীটি আয়োজন করার জন্য সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর মহাপরিচালক ও চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)
এর বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল।
প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেইকি সেন্টারের
পরিচালক বিশিষ্ট বিজ্ঞানী ও লেখক এম.মহিউদ্দিন ইসলাম, কদলপুর শাহী দরবার শরীফের
শাহাজাদা মো: আমিনুল হক শাহ হাসান, চট্টগ্রাম লেখক সাংবাদিক ফোরামের সাধারণ
সম্পাদক মোহাম্মদ আবু নাসের, শিক্ষানুরাগী আবুল বশর বি.কম, রাউজান প্রিয় কাগজ
পত্রিকার সহকারী সম্পাদক ও লেখক মোহাম্মদ মহিউদ্দিন ইমন, রাউজান প্রেস ক্লাবের
সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম.ইউসুফ, রাউজান রাইটার্স ক্লাবের সহ-সভাপতি ডা: সুপন
বিশ্বাস এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী জয়নাল আবেদীন জোবায়ের, মাইজভান্ডারী
গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মো: নাজীম উদ্দিন মিঞাজী,
সহ-সভাপতি মো: আব্দুল মতিন, মোহাম্মদ
খোরশেদ আলম, মাওলানা নেজাম উদ্দিন, অঞ্জন দাশ, মোহাম্মদ ইউসুফ, প্রভাকর বড়ুয়া
বাপ্পু, লেলেংগারা তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস.এম. মুজিব, মাওলানা
মো: আবদুর রহমান, মাওলানা মোহাম্মদ আলমগীর, মো: সোনা মিঞা, কাজী শহিদুল ইসলাম
আরজু, লেখক কাজী মো: ইব্রাহীম, শাহজাদা মোহাম্মদ সালেহ আহম্মদ, মো: আবদুল শুক্কুর
সওদাগর, মো: রেজাউল করিম, মো: ফারুক হোসেন, দিদারুল আলম, শিক্ষক মো: আবুল কালাম,
আব্দুল্লাহ মো: তাহিম, মো: আলমগীর, মো: ইসমাইল প্রমূখ।
বার্তা প্রেরক,
ডা: সুপন বিশ্বাস
সহ-সভাপতি
রাউজান রায়টার্স ক্লাব