মঞ্চে বাম থেকে চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিষয়ক কাউন্সেলর ছেন
ছুয়াং, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজীর উপাচার্য ড.শামসুল হক,
বাংলাদেশে নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং ছিয়াং, বাংলাদেশ বেতারের মহাপরিচালক
কাজী আখতার উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স এন্ড
ইন্ডাস্ট্রিজের মহাসচিব মো:শাহজাহান মৃধা।
অতিথিদের ফুলের তোড়
এবং ওপো মোবাইলের পক্ষ থেকে উপহার দিয়ে স্বাগত জানাচ্ছেন সিআরআই-এসএমএফ কনফুসিয়াস
ক্লাসরুমের চীনা পরিচালক লিয়াং লিলিং (লতা)।
মঞ্চে বাম থেকে ওপো
মোবাইল কোম্পানির প্রতিনিধি, চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিষয়ক কাউন্সেলর ছেন
ছুয়াং, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজীর উপাচার্য ড.শামসুল হক,
বাংলাদেশে নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং ছিয়াং, বাংলাদেশ বেতারের মহাপরিচালক
কাজী আখতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের
মহাসচিব মো:শাহজাহান মৃধা এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক
লিয়াং লিলিং (লতা)।
বিশেষ অতিথির বক্তব্য
রাখছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্য
রাখছেন বাংলাদেশে নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং ছিয়াং (বামে)।
তার দেওয়া চীনা ভাষার বক্তব্য বাংলায় অনুবাদ করছেন সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের কনসালটেন্ট শিক্ষক মহিউদ্দীন
তাহের।
“হ্যালো চায়না”
শিরোনামে চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের তৈরী ভিডিও ডকুমেন্টারি দেখছেন চীনা
রাষ্ট্রদূত মা মিং ছিয়াংসহ অন্যান্য অতিথিবৃন্দ।
চীনা চলচ্চিত্র উপভোগ
করছেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের মহাসচিব মো:শাহজাহান
মৃধা, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, সিআরআই-এসএমএফ
কনফুসিয়াস ক্লাসরুমের বাংলাদেশ পরিচালক ড.গোলাম মোস্তফা, চীনা দূতাবাসের সাংস্কৃতিক
বিষয়ক কাউন্সেলর ছেন ছুয়াংসহ অন্যান্য অতিথিবৃন্দ (ডান থেকে)।
“চীনা চলচ্চিত্র উৎসব
২০১৫”-কে কেন্দ্র করে সিআরআই বাংলা বিভাগের ‘মুক্তার কথা’ অনুষ্ঠানের জন্য বিশেষ
সাক্ষাতকার অনুষ্ঠান রেকর্ডিং শেষে বাম থেকে শামিম আহমেদ, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের কনসালটেন্ট
শিক্ষক মহিউদ্দীন তাহের, সিআরআই-এর বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল, বাংলাদেশ
বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের
চীনা পরিচালক লিয়াং লিলিং (লতা) ও অন্যান্য।
No comments:
Post a Comment