শ্রোতাবন্ধুরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ বেতারের সন্মানিত মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ বর্তমানে চীন সফরে রয়েছেন। সেখানে তিনি
২৬ থেকে ২৯ তারিখ পর্যন্ত বোয়াও ফোরাম ফর এশিয়া (BOAO Forum for Asia
‘BFA’)-তে যোগদান শেষে আজ ৩০ মার্চ ২০১৫ চীন আন্তর্জাতিক বেতার
(সিআরআই) পরিদর্শন করছেন এবং বাংলা বিভাগে একটি
মূল্যবান সাক্ষাতকার দিয়েছেন। আপনারা আরো জেনে খুশি হবেন যে, তাঁর এই সাক্ষাতকারের মধ্যে বাংলাদেশে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর স্টুডিও স্থাপন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
সাক্ষাতকারটি আজ সন্ধ্যে ০৭:০৫ মিনিটে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগ থেকে সম্প্রচার করা হবে যথাক্রমে FM: ঢাকা- ১০২.০, চট্টগ্রাম- ৯০.০ মেগাহার্জে এবং শর্টওয়েভে ১১৬১০, ৯৬০০, ৯৪৯০ কিলোহার্জে। এছাড়াও আগামীকাল ৩১শে মার্চ সকাল ১০টায় FM-এ পুন:প্রচার করা হবে।
সাক্ষাতকারটি শোনার জন্য বাংলাদেশ এবং ভারতের সকল শ্রোতাবন্ধুকে আমন্ত্রন জানাচ্ছি এবং সেই সাথে এই সাক্ষাতকারটি আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে ই-মেইল অথবা চিঠি লিখে গঠনমূলক মতামত জানানোর অনুরোধ করছি।
এছাড়া ফেইসবুকের এই স্ট্যাটাসেও আপনার মতামত লিখে জানাতে পারেন, আমরা তা গ্রহণ করবো।
সরাসরি ডাক ঠিকানা:
Bengali Service,
China Radio International (CRI),
16A Shijingshan Road,
Beijing, China 100040.
সংবাদদাতা:
দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)
ঢাকা, বাংলাদেশ।
No comments:
Post a Comment