শ্রোতাবন্ধুরা মাত্র কয়েকদিন আগে
চীনে শেষ হয়েছে চীনা বসন্ত উৎসব এবং শুরু হয়েছে চীনাদের নতুন বছর। এই উপলক্ষ্যকে
কেন্দ্র করে রাজধানী ঢাকায় চতুর্থবারেরমত শুরু হয়েছে “চীনা চলচ্চিত্র
উৎসব ২০১৫”। সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের আয়োজনে গতকাল ১৩ মার্চ বিকেল
চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রকলা অডিটরিয়ামে ২
দিন ব্যাপী চীনা চলচ্চিত্রের উদ্বোধন করেন বাংলাদেশে নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা
মিং ছিয়াং। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক
কাজী আখতার উদ্দিন আহমেদ, চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিষয়ক কাউন্সেলর ছেন ছুয়াং, শান্তা-মারিয়াম
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজীর উপাচার্য ড.শামসুল হক, বাংলাদেশ-চায়না চেম্বার
অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের মহাসচিব মো:শাহজাহান মৃধা, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস
ক্লাসরুমের চীনা পরিচালক লিয়াং লিলিং (লতা), বাংলাদেশ পরিচালক ড.গোলাম মোস্তফা
প্রমুখ।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন সিআরআই-এসএমএফ
কনফুসিয়াস ক্লাসরুমের কনসালটেন্ট শিক্ষক মহিউদ্দীন তাহের।
“চীনা চলচ্চিত্র উৎসব ২০১৫”-কে কেন্দ্র
করে সিআরআই বাংলা বিভাগের ‘মুক্তার কথা’ অনুষ্ঠানের জন্য একটি বিশেষ সাক্ষাতকার
অনুষ্ঠান রেকর্ডিং করা হয়েছে।
অনুষ্ঠানটি শোনার জন্য সকল
শ্রোতাবন্ধুকে আমন্ত্রন জানাচ্ছি।
কথিকার শিরোনাম: মুক্তার কথা
অংশগ্রহনে: রাজধানী ঢাকায়
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রকলা হলে “চীনা চলচ্চিত্র উৎসব ২০১৫”
উদ্বোধনী অনুষ্ঠানে আগত কয়েকজন দর্শক শ্রোতাবৃন্দ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক
কাজী আখতার উদ্দিন আহমেদ।
সাক্ষাতকার গ্রহন:
দিদারুল ইকবাল, বাংলাদেশ মনিটর, চীন আন্তর্জাতিক বেতার, ঢাকা।
শব্দগ্রহণ, সম্পাদনা এবং প্রযোজনায়: ছাই
ইউয়ে মুক্তা, চীন আন্তর্জাতিক বেতার, বেইজিং।
রেকর্ডিং তারিখ: ১৩/০৩/২০১৫, শুক্রবার, বিকেল ০৫:৪০ মিনিট।
প্রচার তারিখ: ১৪/০৩/২০১৫, শনিবার এবং ১৫/০৩/২০১৫, রবিবার (পুন:প্রচার)।
প্রচার সময়: সন্ধ্যা ০৬:০৫
মিনিট(FM) ও সন্ধ্যা ০৭:০৫ মিনিট(SW) এবং সকাল ০৮:০৫ মিনিট(SW) ও ০৯:০৫ মিনিট(FM)।
স্থিতিকাল: ২০ মিনিট
প্রচার স্থান: চীন
আন্তর্জাতিক বেতার (সিআরআই), বাংলা বিভাগ, বেইজিং, চীন।
ফ্রিকোয়েন্সি: FM: ঢাকা-102.0MHz, চট্টগ্রাম-90.0MHz SW: 9490, 9600, 11610, 9655, 11640KHz
No comments:
Post a Comment