বলছিলাম ভয়েস অফ ইন্দোনেশিয়া ফ্যান ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান জনাব দিদারুল ইকবালের ডিএক্সিঙ সফলতার কথা। অন্য দশজন শ্রোতা ও ডিএক্সারের কর্মতৎপরতার চেয়ে একটু নয় বরং অনেক খানি ভিন্ন আঙ্গিকের আয়োজন করার কথা। তাঁর চমৎকার কর্ম কান্ড সব সময়ই ভিন্ন মাত্রা বহন করে। আমি ব্যক্তিগতভাবে এই ভিন্ন মাত্রার পুজারী। আমার চিন্তার সাথে দিদারুল ইকবালের চিন্তা ও রুচিশীলতা অনেকটা সমন্বয় পরিলক্ষিত হয়। অবশ্য সব ক্ষেত্রে নয়। গতকাল দেখলাম, যদিও আমি অংশ নিয়েছিলাম বাংলাদেশের বেশ কয়েকটি শ্রোতা সংগঠনের মালিক সাংগঠনিক পরিচিতি ছাড়াই বলা চলে ভয়েস অফ ইন্দোনেশিয়ার ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়েছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ জানালাম, আমার কাছে মনে হয়েছে যে, অংশ নেওয়াটা বে ওয়ারিশ লাশের মতো। আন্তর্জাতিক মানের একটি জুম কনফারেন্সে অংশ নেবার যে প্রস্তুতি তা ভয়েস অফ ইন্দোনেশিয়া ফ্যান ক্লাব অব বাংলাদেশ ছাড়া অন্য কেউ নিতে পারেনি। যাহোক এবার আসি পত্রিকায় প্রকাশ হওয়ার বিষয়টি নিয়ে। ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা অসংখ্য শ্রোতা সংগঠন যার যার সাধ্যমত বছরে হয়তো টুকিটাকি ছিটেফুটা প্রোগ্রাম করলেও নিউজ না হওয়ায় সকলের অজানাই থেকে যায়।
বড়ো বড়ো কয়েকজন ডিএক্সার বেতার জগতে মোক্ষম সময়ে বসন্তের কোকিল সেজে বড়ো গলায় তেলতেলে কথা বলে, আবার এটা করি-ওটা করি দাবিদার দুঃখজনক হলেও সত্য যে, তাদের কর্মকাণ্ডের কোনো নিউজ পত্রিকায় প্রকাশিত হয় না। অথচ দিদারুল ইকবালের কর্মকান্ডের স্বচিত্র প্রতিবেদন বিভিন্ন দেশ বিদেশের পত্র পত্রিকায় প্রকাশ হয়। দিদারুল ইকবালের সাংগঠনিক কৃতিত্ব এখানেই। ইতিমধ্যে দিদারুল ইকবালের কার্যকলাপের যাবতীয় বিষয়ের ডকুমেন্ট বিদেশীরা আমলে নিতে শুরু করেছে এবং তা মনিটরিংও করছে। দিদারুল ইকবালের প্রতিটি ক্লাব তৎপরতার ছবি আমার দৃষ্টি আকর্ষণ করছে। এজন্য আমি তাকে প্রশংসা করি। সেই সাথে ক্লাবের সফলতা কামনা করে বড়ো কমেন্ট করি। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।
Golam Saroyar/Monday 11 October 2021 at 06:40/
Original Facebook Comment Link:
https://www.facebook.com/didaruliqbal/posts/10219615382271484?comment_id=10219618228222631
Original Facebook post link:
https://www.facebook.com/didaruliqbal/posts/10219615382271484
No comments:
Post a Comment