আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ২ যুগ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।
১লা অক্টোবর ২০২১, শুক্রবার বিকালে চট্টগ্রাম রাউজান পৌরসভার মুন্সিঘাটে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ক্লাবের ২ যুগ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর রাউজান উপজেলা শাখা, চট্টগ্রাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ভাবে পুরস্কৃত ও পরিচিত এই শ্রোতা ক্লাব গত দুই দশক ধরে বেতার ও গণমাধ্যমের আদর্শ ধারণপূর্বক জ্ঞানচর্চা, সাহিত্য-সংস্কৃতি চর্চা, লেখালেখি, প্রকাশনা, ডিএক্সীং প্রদর্শনী, কর্মশালা, সভা, সেমিনার, বিভিন্ন বেতারের প্রতিযোগীতায় অংশগ্রহণ, শ্রোতা সম্মেলন আয়োজনসহ নানাবিধ কর্মকান্ড পরিচালনা করে আসছে।
ক্লাবের দুই দশক পূর্তিতে সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া এবং ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক দিদারুল ইকবাল এর পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা প্রকাশ করা হয়। আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আরআরআই ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অব ইন্দোনেশিয়ার পরিচালক এডি ইভান ও ব্রডকাস্টার আহমেদ ফয়সাল, ভয়েস অব ভিয়েতনামের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক মিস নুয়েন থুই হোয়া, রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া পাদাং, পশ্চিম সুমাত্রা থেকে এনি হাসানাহ মোবারক, ভারতের উড়িষ্যা প্রদেশের ফ্রিল্যান্স মাল্টিমিডিয়া জার্নালিস্ট, অনলাইন রেডিও ভুবনেশ্বরের প্রতিষ্ঠাতা ও আউটরিচ সংস্থার কনভেনার সুব্রত কুমার পাতি, ভারতের ত্রিপুরা প্রদেশের ডিএক্সার প্রদীপ কুন্ডু পশ্চিমবঙ্গের ডিএক্সার ও মনিটর সিদ্ধার্থ ভট্টাচার্যী ক্লাবের ২ যুগ পূর্তি উপলক্ষে ভিডিও এবং অডিও শুভেচ্ছাবাণী প্রদানের জন্য সবার প্রতি রাউজান শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১লা অক্টোবর বন্দরনগরী চট্টগ্রামের বাংলাদেশ রেলওয়ে এলাকায় প্রতিষ্ঠিত তৎকালীন “ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব অব বাংলাদেশ” বিভিন্ন দেশের বেতার অনুষ্ঠান শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের মান উন্নয়নে সহযোগিতাসহ বেতারের প্রচার-প্রসার ও শ্রোতা বৃদ্ধি এবং সামাজিক কর্মকান্ডে ভূমিকা রাখার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করে। ২০০৮ সালে ক্লাবের পূর্বের নাম পরিবর্তন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ রাখা হয়। ক্লাব থেকে ইতিমধ্যে বিভিন্ন বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শ্রোতা সম্মেলন আয়োজন, বিশ্ব বেতার দিবস পালন, বেতার বিষয়ক বিভিন্ন ডিএক্স প্রদর্শনী-সেমিনার আয়োজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান প্রতিযোগিতার আয়োজন, বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, ত্রাণ বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন, ফ্রি মাস্ক-হ্যান্ড স্যানেটাইজার-সাবান বিতরণ, ফ্রি রেডিও সেট বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন করা হয়েছে। এই চব্বিশ বছরে “সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ” বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারী আন্তর্জাতিক বেতার ও সংস্থা থেকে একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। ক্লাবের প্রতিনিধিবৃন্দ রাষ্ট্রীয় মর্যাদায় ইন্দোনেশিয়া ও চীন এবং বেসরকারী ভাবে ফিলিপাইন ও ভারত ভ্রমণের একাধিক সুযোগ পেয়েছেন যা বেতার ইতিহাসে বিরল।
No comments:
Post a Comment