১লা অক্টোবর ২০২১, শুক্রবার বিকালে ক্লাবের ২ যুগ পূর্তি উৎসব উপলক্ষে কেন্দ্রীয় ভাবে সিলেট পর্যটন মোটেলে এবং সিলেট জেলা শাখা, লাক্কাতুরা চা বাগান শাখা ও শাহপরান শাখার যৌথ উদ্যোগে লাক্কাতুরা চা বাগানে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কেক কেটে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সার্ক এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মির শাহ আলম বলেন, “২৪ বছর” সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের জন্য একটি মাইলস্টোন। বাংলাদেশ এবং বিশ্বে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) অত্যন্ত সক্রিয় একটি শ্রোতাক্লাব। বিশ্বের বিভিন্ন রেডিও কেন্দ্রের সাথে এই ক্লাবের যে গভীর সংযোগ রয়েছে তা অভূতপূর্ব। বর্হিবিশ্বে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা সহ বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লাবটি। আমি মনেকরি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ শ্রোতা গবেষণার অন্যতম একটি মাধ্যম হতে পারে। এই ক্লাবকে কেন্দ্র করে বিশে^র যে কোন রেডিও স্টেশন তাদের শ্রোতাগবেষণাকে আরো সমৃদ্ধ করতে পারবে। যেকোন রেডিও স্টেশন যদি শ্রোতাক্লাবগুলির কার্যক্রমের মানদন্ডের উপর মূল্যায়ন করতে পারে তাহলে ঐসকল শ্রোতাক্লাব দ্বারা বেতার লাভবান হবে। রেডিও’র প্রয়োজনে কর্তৃপক্ষ শ্রোতাক্লাবকে তাদের সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়নের মাধ্যমে পুরস্কৃত করে উৎসাহিত করা উচিৎ। রেডিও স্টেশনগুলো যতবেশি শ্রোতাবান্ধব হবে বেতার তত কার্যকরী হবে।
ক্লাবের ২ যুগ পূর্তি উপলক্ষে বিভিন্ন রেডিও থেকে পাঠানো ভিডিও এবং অডিও শুভেচ্ছাবাণী প্রদর্শন করা হয়। শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন, আরআরআই ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অব ইন্দোনেশিয়ার পরিচালক এডি ইভান ও ব্রডকাস্টার আহমেদ ফয়সাল, ভয়েস অব ভিয়েতনামের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক মিস নুয়েন থুই হোয়া, রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া পাদাং, পশ্চিম সুমাত্রা থেকে এনি হাসানাহ মোবারক, ভারতের উড়িষ্যা প্রদেশের ফ্রিল্যান্স মাল্টিমিডিয়া জার্নালিস্ট, অনলাইন রেডিও ভুবনেশ্বরের প্রতিষ্ঠাতা ও আউটরিচ সংস্থার কনভেনার সুব্রত কুমার পাতি, ভারতের ত্রিপুরা প্রদেশের ডিএক্সার প্রদীপ কুন্ডু পশ্চিমবঙ্গের ডিএক্সার ও মনিটর সিদ্ধার্থ ভট্টাচার্যী। আরো শুভেচ্ছা জানিয়েছেন, ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই) এর সাবেক পরিচালক আগুং সুস্যেতো রেডিও তেহরান বাংলা বিভাগ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ডিএক্সার ও শ্রোতাবৃন্দ। যারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন, শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মো: শাখাওয়াত হোসেন ও যুগ্ম সম্পাদক-১ ফয়ছল আহমদ চৌধুরী, লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়। এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শাখার সদস্য লাবীব ইকবাল, সিলেট জেলা শাখার সদস্য মো: আকবর আলী, নুসরাত জাহান নিঝুম, মো: আব্দুল্লাহ, শাহরিয়া আহমদ শাহী, তামীম উদ্দীন, ঝুমা আক্তার মনি, পিংকী আক্তার ইমা ও রেশমী আক্তার উমা, লাক্কাতুরা চা বাগান শাখার সহ-সভাপতি সিপন দাস, সাধারণ সম্পাদক সুশীল দাস, সদস্য সুমিত গঞ্জু, জিবন দাশ, খোকন দাস ও সানু দাস, শাহপরান শাখার সদস্য আতিয়া মুহতাদী পীমা ও আনিশা মুহতাদী হিমা প্রমুখ।
উদযাপনি অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য, আন্তর্জাতিক অর্জন, ক্লাবের পরবর্তি কর্মসূচি এবং বিভিন্নি আন্তর্জাতিক বেতার কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশ বেতার, ভয়েস অব ইন্দোনেশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, চীন আন্তর্জাতিক বেতার, রেডিও তেহরান ইরান, ফিলিপাইনের রেডিও ভেরিতাস এশিয়া, এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান, ডয়চে ভেলে জার্মান, কেবিএস ওয়ার্ল্ড রেডিও কোরিয়া, বিবিসি লন্ডন, ভয়েস অব আমেরিকা, রেডিও প্রাগ চেক রিপাবলিক, রেডিও রোমানিয়া ইন্টারন্যাশনাল, রেডিও মস্কো রাশিয়া, এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও, রেডিও সৌদিআরব, রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল, কেটিডব্লিউআর, রেডিও স্লোভাকিয়া ইন্টারন্যাশনাল, অল ইন্ডিয়া রেডিও, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল, রেডিও ফ্রি এশিয়া, রেডিও নেপাল, রেডিও নেদারল্যান্ড, ভয়েস অব তুর্কি, ভয়েস অব মঙ্গোলিয়া সহ আরো কয়েকটি দেশের রেডিও কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উল্লেখ্য, ১৯৯৭ সালের ১লা অক্টোবর প্রতিষ্ঠিত তৎকালীন “ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব অব বাংলাদেশ” বিভিন্ন দেশের বেতার অনুষ্ঠান শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের মান উন্নয়নে সহযোগিতাসহ বেতারের প্রচার-প্রসার ও শ্রোতা বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করে। ২০০৮ সালে ক্লাবের পূর্বের নাম পরিবর্তন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ রাখা হয়। ক্লাব থেকে ইতিমধ্যে বিভিন্ন বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শ্রোতা সম্মেলন আয়োজন, বিশ্ব বেতার দিবস পালন, বেতার বিষয়ক বিভিন্ন ডিএক্স প্রদর্শনী-সেমিনার আয়োজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান প্রতিযোগিতার আয়োজন, বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, ত্রাণ বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন, ফ্রি মাস্ক-হ্যান্ড স্যানেটাইজার-সাবান বিতরণ, ফ্রি রেডিও সেট বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন করা হয়েছে। এই চব্বিশ বছরে “সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ” বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারী আন্তর্জাতিক বেতার ও সংস্থা থেকে একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। ক্লাবের প্রতিনিধিবৃন্দ রাষ্ট্রীয় মর্যাদায় ইন্দোনেশিয়া ও চীন এবং বেসরকারী ভাবে ফিলিপাইন ও ভারত ভ্রমণের একাধিক সুযোগ পেয়েছেন যা বেতার ইতিহাসে বিরল। ক্লাবের দুই যুগ পূর্তি উপলক্ষে গত ১০ সেপ্টেম্বর সিলেট শুকতারা রিসোর্টে একটি বিশেষ লোগো উন্মোচন করা হয়েছে যা আগামী বছর ক্লাবের ২৫ বছর বা রজতজয়ন্তী উৎসব আয়োজনের আগ পর্যন্ত কার্যকর থাকবে।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ।
No comments:
Post a Comment