সোমবার (১১ অক্টোবর ২০২১) সন্ধ্যায় সিলেট জৈন্তাপুর উপজেলার হরিপুরে “রেডিও তেহরান শ্রোতা আড্ডা”র আয়োজন করে বেতার শ্রোতাসংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখা, সিলেট।
ক্লাব সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল।
এসময় দিদারুল ইকবাল রেডিও তেহরান বাংলা বিভাগের সমস্ত পরিচিতি তুলে ধরেন। তিনি শাহপরান শাখার সদস্যদের রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে তার উপর গঠনমূলক আলোচনা-সমালোচনা, মতামত লিখে চিঠি কিংবা ই-মেইলে পাঠানোর ব্যাপারে উৎসাহিত করেন। এছাড়া ইরানের অজানা যেকোন বিষয়েও প্রশ্ন করার আহবান জানান। শ্রোতা আাড্ডায় উপস্থিত সবাইকে প্রতিদিন রেডিও কিংবা ফেসবুক লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিজে শোনা এবং বন্ধুবান্ধবদের শুনাতে উৎসাহিত করতে তাদের ফেসবুক টাইমলাইনে লিংক শেয়ার করারও আহবান জানান দিদারুল ইকবাল। তিনি বলেন, ইরান সম্পর্কে ভালো ভাবে জানতে হলে আপনাদের অবশ্যই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনতে হবে এবং বাংলা ভাষার ওয়েবসাইট “পার্সটুডে” ভিজিট করতে হবে। নৈশভোজের মধ্য দিয়ে শ্রোতা আড্ডার সমাপ্তি হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) শাহপরান শাখার সহ-সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো: শাখাওয়াত হোসেন, যুগ্ম সম্পাদক-১ ফয়ছল আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক-২ রায়হান উদ্দীন এবং সিপন গাজী ও আব্দুল গাফফার সুমন প্রমুখ।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
No comments:
Post a Comment