২০ নভেম্বর ২০২১, শনিবার দুপুরে সিলেটে পাথরের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির জিরো পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটন স্পট ‘সাদা পাথর’-এ পরিদর্শনে আসেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান সহ বেতারের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া ও নির্বাহী সদস্য মো: আকবর আলী বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠান, ফ্রিকোয়েন্সি, ফেসবুক কার্যক্রম এবং বিশ্ব বেতার দিবস আয়োজন ও তাতে শ্রোতাদের অংশগ্রহণের নানা দিক এছাড়া বাংলাদেশ বেতারের প্রচার-প্রসার ও শ্রোতাবৃদ্ধিতে সাউথ এশিয়া রেডিও ক্লাবের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম নিয়ে বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান ও সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আল আমিন খান (হিমেল) এর সাথে মত বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্টেশন প্রকৌশলী (সিনিয়র প্রকৌশলীর দায়িত্বে) মোহাম্মদ আবদুর রহমান, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মোকছেদ হোসেন, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হক, সহকরী পরিচালক প্রদীপ চন্দ্র দাস প্রমুখ।
উল্লেখ্য, “বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচারের উদ্দেশ্যে যন্ত্রপাতি স্থাপন (১ম সংশোধিক)” শীর্ষক প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে ৩ দিনের সিলেট ভ্রমণে আসেন বাংলাদেশ বেতারের মহাপরিচালকসহ প্রধান কার্যালয়ের প্রতিনিধিদল।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশ।
No comments:
Post a Comment