দেশ ও বিদেশের অন্যতম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করে।
১৩ নভেম্বর ২০২১, শনিবার শাহপরানে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় প্রতিযোগিতার ফলাফল ড্র অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।
১ সেপ্টেম্বর ২০২১ তারিখে আয়োজিত প্রতিযোগিতায় রেডিও তেহরান থেকে বাংলা অনুষ্ঠান সম্প্রচারের সময়; ইসলামী বিপ্লবের পর ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দুইজন শীর্ষ নেতার নাম; ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম; ইরানের নীতিবাক্য/শ্লোগান এবং ইরানের তৈরী করোনা ভ্যাকসিনের নাম সম্পর্কিত ৫টি প্রশ্ন করা হয়। প্রতিযোগিতার উত্তরপত্র ই-মেইলের মাধ্যমে ২৩ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত গ্রহণ করা হয়। ৫টি প্রশ্বের সঠিক উত্তর ছিলো- ১৯৮২ সালের ১৭ এপ্রিল; আয়াতুল্লাহ আল-উজমা ইমাম সৈয়দ রুহুল্লাহ মুসাবী খোমেইনী বা আয়াতোল্লাহ রুহুল্লা খোমেনি (১৯৭৯) এবং আয়াতুল্লাহ আলি খামেনি বা আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ আলী হোসেইনী খামেনেয়ী (১৯৮৯); ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি; স্বাধীনতা, মুক্তি, ইসলামি প্রজাতন্ত্র এবং কোভ-ইরানব্লেসিং বা কোভ-ইরান বারাকাত।
প্রতিযোগিতায় বাংলাদেশের ১৯টি জেলা থেকে ৫৬ জন এবং ভারতের ২টি প্রদেশের ৬টি জেলা থেকে ১২ জন অর্থাৎ সর্বমোট ৬৮ জন প্রতিযোগী ৭৪টি উত্তরপত্র পাঠিয়েছেন। অংশগ্রহণকারীদের সকল উত্তরপত্র যাচাই-বাছাই করে দেখা যায় ৭৪টি উত্তরপত্রের মধ্যে মাত্র ৩১ জন প্রতিযোগী ৫টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন।
বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারী পরিচালনা করেন। মো: মুসা নামের একজন শিশুকে দিয়ে বিজয়ীদের টোকেন তোলানো হয়। লটারির মাধ্যমে প্রথম বিজয়ী হলেন, বাংলাদেশের কচুয়া, চাঁদপুর থেকে এম এ মান্নান; দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী হলেন, ভারতের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে ইয়ামিন হোসাইন ও পশ্চিমবঙ্গ দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল। বিজয়ীদের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন। বিজয়ী ৩ জনকে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়ার পক্ষ থেকে পুরস্কার হিসেবে “রেডিও সেট” প্রদান করা হবে।
প্রতিযোগিতার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) শাহপরান শাখার কার্যনির্বাহী সদস্য মো: সেলিম চৌধুরী, সদস্য মায়রুল ইসলাম, জুবায়ের খান জয় এবং মাশরাফি বিন মালিক।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
সূত্র:
সার্ক-কেন্দ্রীয়/IRIB/ক্লাব কার্যক্রম-৮ (২বি)@তারিখ: ১৩/১১/২০২১ খ্রি.
No comments:
Post a Comment