৫ নভেম্বর ২০২১, শুক্রবার বিকালে শাহপরান বাহুবলে এই দোয়া ও শোকসভার আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম।
শোকসভায় আব্দুল্লাহ আল নোমানের সাংগঠনিক কর্মকান্ড ও বিভিন্ন বেতারের অনুষ্ঠানে অংশগ্রহণের স্মৃতিচারণ করতে গিয়ে ড. মির শাহ আলম বলেন, নোমানের বেতারের প্রতি যে আকর্ষণ ও সক্রিয়তা ছিলো তা আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশ বেতার, বিবিসি, ভয়েস অব আমেরিকা, চীন আন্তর্জাতিক বেতার, রেডিও ভেরিতাস এশিয়া, এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও সহ বিভিন্ন বেতারের অনুষ্ঠানে তার অংশগ্রহণ ছিলো অত্যন্ত সরব। ক্লাবের সাংগঠনিক কার্যক্রমেও তার অংশগ্রহণ ছিলো ছোখে পড়ার মতো। তিনি আমাদের দীর্ঘদিনের চলার সাথী ও ক্লাবের অন্যতম একজন সদস্য যার সাথে চলতে ফিরতে অনেক কিছু শিখার ছিলো। বয়সে একেবারে তরুণ এমন একজন সদস্যকে হারিয়ে আমাদের অপুরণীয় ক্ষতি হয়েছে। আমরা তার আত্নার শান্তি কামনা করি।
আলোচনা সভা শেষে আব্দুল্লাহ আল নোমানের রুহের শান্তি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের সিলেট শাহপরান শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাবের সিলেট শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান, সহ-সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক-১ মো: ফয়ছল আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক-২ রায়হান উদ্দিন, সিলেট জেলা শাখার সদস্য দিলদার হোসেন প্রমুখ।
আব্দুল্লাহ আল নোমান এর মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এবং ভয়েস অব ইন্দোনেশিয়া ফ্যান ক্লাব অব বাংলাদেশ এর নেতৃবৃন্দ।
আব্দুল্লাহ আল নোমান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে গত ১ নভেম্বর ২০২১, সোমবার রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ২৭ অক্টোবর, বুধবার তার শারিরীক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তাকে সন্ধ্যা ৭টায় হাসপাতে ভর্তি করানো হয়। মৃত্যুকালে আব্দুল্লাহ আল নোমান স্ত্রী, ২ কন্যা শিশু, বাবা-মা, ৩ ভাই ১ বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি ইউনিলিভার বাংলাদেশের চট্টগ্রাম কালুরঘাট অফিসে এসিসটেন্ট ম্যানেজার (আইটি) এন্ড ইনভেন্টরী ম্যানেজার পদে কর্মরত ছিলেন। এরপূর্বে তিনি সিলেটে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আইটি ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন সংঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ
No comments:
Post a Comment