শুক্রবার (৪ নভেম্বর ২০২২) সকালে সিলেট শাহপরান বাহুবল গ্রীণল্যান্ড আবাসিক এলাকায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, সাউথ এশিয়া রেডিও ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সিলেট শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান ও কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল মালেক, সিলেট লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়, সিলেট জৈন্তাপুর হাবিবনগর চা বাগান শাখার আহবায়ক কিশোর শিং ঘাটোয়ার, কেন্দ্রীয় ক্লাবের সদস্য লাবীব ইকবাল। মোবাইল কনফারেন্সে অংশ নিয়েছেন মহাসচিব (ভারপ্রাপ্ত) নুর মোহাম্মদ, সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া।
আলোচনা সভায় বিভিন্ন বেতারের পরিচিতি ও উদ্দেশ্য, বেতারের প্রয়োজনীয়তা কী ও কেন?, ক্লাবের গঠন ও ভূমিকা, সাংগঠনিক নিয়ম, লক্ষ্য ও উদ্দেশ্য, সদস্য নির্বাচন, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শ্রোতাক্লাবের নেতৃবৃন্দ আশাপ্রকাশ করে বলেন, নতুন শাখা ক্লাবের সদস্যবৃন্দ নিয়মিত বিভিন্ন বেতার অনুষ্ঠান শোনার পাশাপাশি অন্যদের বেতার অনুষ্ঠান শুনতে ও বেতারে চিঠি লিখতে উৎসাহিত করবেন এবং সমাজের পিছিয়ে পড়া চা বাগান কমিউনিটিতে বেতারের প্রচার ও বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের মাধ্যমে নিজেদের দৃশ্যমান অবদান রাখবেন।
আগামী ২ সপ্তাহের মধ্যে অনুষ্ঠানিকভাবে জৈন্তাপুর উপজেলায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের হাবিবনগর চা বাগান শাখা উদ্বোধন করা হবে। এই লক্ষ্যে ক্লাবের সিলেট জেলা শাখা, লাক্কাতুরা চা বাগান শাখা ও শাহপরান শাখার নেতৃবৃন্দ হাবিবনগর চা বাগান শাখা গঠন ও উদ্বোধনে আহবায়ককে সর্বাত্মক সহযোগিতা করবেন।
No comments:
Post a Comment