শুক্রবার (১১ নভেম্বর ২০২২) বিকালে সিলেট শাহপরান বাহুবল গ্রীণল্যান্ড আবাসিক এলাকায় সাউথ এশিয়া রেডিও ক্লাব সিলেট শাহপরান শাখার ২০২২-২৪ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম।
সভায় ক্লাবের দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন মখলিছুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জুনেদ আহমদ চৌ.। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, মো. আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, আব্দুল বারী, অর্পিতা দেবনাথ শান্তা, শাহরিয়া আহমদ শাহী, জহির বিন হালিম (মুক্তা), আবির দে, সুইটি দেব, নার্গিস জাহান ইমা। উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যাডভাইজার অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, সমাজসেবক মো. আব্দুল হালিম, সমাজসেবক মো. আলী আক্তার চৌধুরী (রুমি) এবং সিলেট জকিগঞ্জ ইছামতি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. জালাল আহমদ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও সদস্য লাবীব ইকবাল, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, অমূল্য দেব নাথ, আদনান আহমদ, মাহফুজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মির শাহ আলম বলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব শাহপরান শাখার দ্বিতীয় মেয়াদের নতুন কমিটির নেতৃবৃন্দ দলবদ্ধ ভাবে অথবা একক ভাবে বাংলাদেশ বেতার, বিবিন্ন আন্তর্জাতিক রেডিও অনুষ্ঠান শোনা এবং প্রচারিত অনুষ্ঠানের মান পর্যালোচনা করে কিংবা ভুল-ত্রুটি নিয়ে চিঠি/ই-মেইল লিখে/এসএমএস-ফোন করে সংশ্লিষ্ট বেতার কর্তৃপক্ষকে গঠনমূলক মতামত ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন। আপনারা অনুষ্ঠানের মানোন্নয়নসহ সময়োপযোগী নতুন অনুষ্ঠান তৈরীতেও মতামত ও পরামর্শ দিবেন। এছাড়া বেতারের প্রচার-প্রসার এবং সমাজে মানবিক কাজ করে যাবেন। ক্লাবের সকলে মিলে বেতার ও শ্রোতাদের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি একটি মানবিক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবেন এটা সকলের প্রতি প্রত্যাশা।
ক্লাব চেয়ারম্যান দিদারুল ইকবাল বলেন, ক্লাবের নেতৃবৃন্দকে তাদের বিভিন্ন কর্মসূচিতে বাঙ্গালীর অহঙ্কার মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বিবিসির ভূমিকা তুলে ধরতে হবে। ক্যাম্পেইনের মাধ্যমে বেতারের শ্রোতা সংখ্যা বাড়াতে হবে এবং বেতার শুনতে নতুনদের উৎসাহিত করতে হবে। বেতার ও শ্রোতাক্লাবের শিল্প, সাহিত্য, সংস্কৃতি তথা সার্বিক উন্নয়নে সেমিনার, সিম্পোজিয়াম, মেলা, প্রদর্শনী, লোকজ মেলার আয়োজন করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানের উন্মেষ ঘটানোর জন্য বিভিন্ন কুইজ, রচনা, বই পড়া, কবিতা লেখা, বিতর্ক প্রতিযোগিতা এবং সৃজনশীল মেধা বিকাশের জন্য চিত্রাংকন, ক্রীড়া, সংগীত, নৃত্য, অভিনয় ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করতে হবে তাহলে তৃণমূলে শ্রোতাদের দৌড় গড়ায় পৌঁছানো যাবে।
সভা শেষে উপস্থিত সকলে সিলেট সার্ক শাহপরান শাখার ২০২২-২৪ বর্ষের কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান।
No comments:
Post a Comment