রবিবার (১৩ নভেম্বর ২০২২) সন্ধ্যায় সিলেট জৈন্তাপুর চিকনাগুল হাবিবনগর চা বাগান এলাকায় সাউথ এশিয়া রেডিও ক্লাবের নতুন শাখা গঠন ও ২০২২-২৪ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। আহবায়ক কিশোর শিং ঘাটোয়ারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল।
সভায় ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন কিশোর শিং ঘাটোয়ার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজলা বাউরী। এছাড়া ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, সমজান আলী, যুগ্ম সম্পাদক মাহমুদা আক্তার সখি, কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সুমনা বাউরী, দিপালী বাক্তি, সুমা ভুমিজ, শুভ্র কর্মকার, বৈশাখী রাউতিয়া, চম্পা বুনার্জী, সুমা রায়, সনজিত গোয়ালা, গঙ্গা রিকিয়াশন, নরেশ রিকিয়াশন এবং তাপস কর্মকার।
উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন, হাবিবনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শ্রী সুমন কালিন্দী, সাধারণ সম্পাদক নান্নু মিয়া, কোষাধক্ষ গহুর চাঁন রায় এবং সদস্য বাদল বাক্তি ও নজরুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, খান চা বাগান শাখার আহবায়ক লোচন বাড়াইক, সিটুন বাউরী, অন্তর কালিন্দী, অর্জুন বাউরী প্রমুখ। নতুন কমিটিকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও সদস্য লাবীব ইকবাল, সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন, লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়, শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জুনেদ আহমদ চৌ:।
ক্লাব চেয়ারম্যান দিদারুল ইকবাল বলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব হাবিবনগর চা বাগান শাখার নতুন কমিটির নেতৃবৃন্দ দলবদ্ধ ভাবে অথবা একক ভাবে বাংলাদেশ বেতার, বিবিন্ন আন্তর্জাতিক রেডিও অনুষ্ঠান শোনাসহ প্রচারিত অনুষ্ঠানের মান পর্যালোচনা করে কিংবা ভুল-ত্রুটি নিয়ে চিঠি/ই-মেইল লিখে সংশ্লিষ্ট বেতার কর্তৃপক্ষকে গঠনমূলক মতামত ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন। ক্লাবের নেতৃবৃন্দকে তাদের বিভিন্ন কর্মসূচিতে বাঙ্গালীর অহঙ্কার মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বিবিসির ভূমিকা তুলে ধরতে হবে। ক্যাম্পেইনের মাধ্যমে বেতারের শ্রোতা সংখ্যা বাড়াতে হবে এবং বেতার শুনতে নতুনদের উৎসাহিত করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানের উন্মেষ ঘটানোর জন্য বিভিন্ন কুইজ, বই পড়া, বিতর্ক প্রতিযোগিতা এবং সৃজনশীল মেধা বিকাশের জন্য চিত্রাংকন, ক্রীড়া, সংগীত, নৃত্য, অভিনয় ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করতে হবে তাহলে তৃণমূলে শ্রোতাদের দৌড় গড়ায় বেতারের বাণী পৌঁছানো যাবে।
সভা শেষে উপস্থিত সকলে সিলেট সার্ক হাবিবনগর চা বাগান শাখার ২০২২-২৪ বর্ষের কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান।
No comments:
Post a Comment