সিলেট জৈন্তাপুরে সাউথ এশিয়া রেডিও ক্লাব- খাঁন চা বাগান শাখার উদ্বোধন
“মানুষের শিক্ষিত হবার অনন্য মাধ্যম বেতার। দেশ বিদেশের বিভিন্ন বেতার অনুষ্ঠান শুনে সচেতন হয়ে যদি একজন মা সমাজে ভালো সন্তান উপহার দিতে পারে তাহলে জাতি গর্বিত হবে। বাবা-মা সচেতন হলে তাদের সন্তানেরাও সচেতন হবে, ভালো থাকবে। চা বাগানের অনগ্রসর জনগোষ্ঠী যতবেশি শিক্ষিত হবে তাদের পরবর্তী প্রজন্ম আরো বেশি শিক্ষিত হবে।“ সিলেট জৈন্তাপুর উপজেলার চিকনাগুল খাঁন চা বাগানে সাউথ এশিয়া রেডিও ক্লাবের শাখা উদ্বোধনের সময় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। তিনি আরো বলেন, শ্রোতাক্লাব হচ্ছে বেতারের সেকেন্ড হোম (দ্বিতীয় বাড়ী)। ক্লাবের মাধ্যমে শ্রোতারা যতবেশি সঙ্গবদ্ধ থাকবে সমাজ তত বেশি সুন্দর হবে, এলাকায় অপরাধ প্রবণতা কমে যাবে। চিঠি-পত্র ও অন্যান্য যোগাযগের মাধ্যমে বেতার এবং শ্রোতাদের আন্ত সম্পর্ক উন্নয়নের পাশাপাশি উভয়ে লাভবান হবে। আন্তর্জাতিক পরিমন্ডলেও তাদের পরিচিতি গড়ে উঠবে।
শুক্রবার (২৫ নভেম্বর ২০২২) সকালে সিলেট জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- খাঁন চা বাগান শাখার আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম ও সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস।
বিশেষ অতিথি সৈয়দ জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, তথ্য-বিনোদন, শিক্ষা, বয়স্কদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য সচেতনা সহ বাংলাদেশ বেতারের বহুবিধ অনুষ্ঠান রয়েছে। বিশেষ করে অনগ্রসর চা বাগানের জনগোষ্ঠী ও পাহাড়ী অঞ্চলের মানুষ গুলো অনেকাংশে স্বাস্থ্য সমস্যায় থাকেন। সেই ক্ষেত্রে আপনারা সিলেট বেতার থেকে বেলা সাড়ে ১২টায় প্রচারিত মা ও শিশু: শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের অনুষ্ঠান শুনতে পারেন এবং ফোন-ইন এর মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের সহায়তা, পরামর্শ নিতে পারেন। এমনকি আপনারা চিঠি লিখেও আমাদের অনুরোধ করলে আমরা আপনাদের পছন্দের ডাক্তারকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সাথে সংশ্লিষ্ট রোগ ও তার প্রতিকার নিয়ে কথা বলার ব্যবস্থা করে দিতে পারবো। তিনি নবগঠিত শ্রোতাক্লাবকে সিলেট বেতারের পক্ষ থেকে বরণ করে নেন এবং ক্লাবের সদস্যবৃন্দ যাতে দলীয় ভাবে বেতার অনুষ্ঠান শুনতে পারেন তার জন্য সিলেট বেতারের পক্ষ থেকে ‘রেডিও সেট’ উপহার দেয়ার ঘোষণা দেন।
বিশেষ অতিথি প্রদীপ চন্দ্র দাস বলেন, দুর্যোগকালীন সময়ে রেডিও কেন প্রয়োজন কিছুদিন আগে সিলেট ও সুনামগঞ্জে হয়ে যাওয়া বন্যা মানুষকে হাঁড়ে হাঁড়ে বুঝিয়ে দিয়েছে। প্রযুক্তি নির্ভর এবং প্রাইভেট মিডিয়া তখন কোন কাজেই আসেনি একমাত্র বেতার ছাড়া। ঐসময় উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণে ভূমিকা রাখা সেনাবাহিনীর সদস্যদের কাছ থেকে জানা যায় তারা যখন পানি বন্দী দুর্গম এলাকায় ছোট ছোট দলে দিন-রাত কাজ করছিলেন তখন তারা ভয়ে ছিলেন। কিন্তু সেসময় তাদের কাছে রেডিও থাকার কারণে তারা মানসিক প্রশান্তি পেয়েছেন। এ থেকে বুঝা যায় বিপদকালীন সময়ে রেডিওর উপযোগিতা কতটুকু রয়েছে। তিনি আরো বলেন, ড. মির শাহ আলম স্যারের দায়িত্বকালীন সময়ে চা শ্রমিক জনগোষ্ঠীর জন্য একটি চমৎকার অনুষ্ঠান ছিলো “দুটি পাতা একটি কুড়ি”। যেখানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নসহ তাদের অধিকার, স্বাস্থ্য সেবা, মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি বিষয় নিয়ে কথা বলা হতো। পরবর্তীতে যে কোন কারণেই হোক এই অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। আপনারা যদি ঐ অনুষ্ঠানটি ফিরিয়ে আনতে চান তাহলে সেটি পুনরায় চালু করার জন্য বেতারের মহাপরিচালক বরাবর আবেদন করুন। কারণ, মনিপুরি ও খাসিয়া জনগোষ্ঠীর জন্য আলাদা অনুষ্ঠান আছে যেখানে তারা তাদের নিজস্ব ভাষায় অনুষ্ঠান করে। এছাড়া আপনারা আরেকটু সংগঠিত হয়ে উঠুন তখন আমরা আপনাদের ক্লাবকে একটি অনুষ্ঠান দিবো যাতে আপনাদের ক্লাবের বিস্তারিত তুলে ধরতে পারেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব- খাঁন চা বাগান শাখার সভাপতি নরেশ কুর্মী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়, হাবিবনগর চা বাগান শাখার সভাপতি কিশোর শিং ঘাটোয়ার, সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সম্পাদক দেবু বাউরী, খাঁন চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও ক্লাবের উপদেষ্টা বিনেশ বাড়াইক, খাঁন চা বাগান শাখার সাধারণ সম্পাদক সিটুন বাউরী, যুগ্ম সম্পাদক পলি রানী দে।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব- লাক্কাতুরা চা বাগান শাখার সদস্য সুমিত গঞ্জু, খাঁন চা বাগান শাখার উপদেষ্টা অরুন বাউরী, চরিত্র কুর্মী, সহ-সভাপতি লোচন বাড়াইক, কার্যনির্বাহী সদস্য নিপা কুর্মী, শারমিন বেগম, শিল্পী বাউরি, অজয় দাস, টুসুমনি বাড়াইক, রোমানা আক্তার, বিক্রম বুনার্জী, কল্পনা মুন্ডা ও কাজলী বাউরী, হাবিবনগর চা বাগান শাখার সাধারণ সম্পাদক সুজলা বাউরী, কার্যনির্বাহী সদস্য শুভ্র কর্মকার, বৈশাখী রাউতিয়া, সুমা রায়, সনজিত গোয়ালা ও তাপস কর্মকার, খাঁন চা বাগানের সুসমীতা কুর্মী, চন্দনা বাড়াইক, সোনালী বাউরী, সাহনী বাউরী, মনতি রিকিয়াশন, ময়না বাড়াইক, শ্রাবনী বাউরি, দিবা বাউরী, সিতাতী কুর্মী, সিতু বাড়াইক ও শোভা বাড়াইক এবং হাবিবনগর চা বাগানের মনজিলা রায়।
বার্তা প্রেরক,
লোচন বাড়াইক
সহ-সভাপতি
সাউথ এশিয়া রেডিও ক্লাব
খাঁন চা বাগান শাখা
জৈন্তাপুর, সিলেট
No comments:
Post a Comment