বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এখন থেকে প্রত্যেক শিশুকে শপথ নিতে হবে - ড. মির শাহ আলম
ড. মির শাহ আলম শিশুদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর পরিচিতি ও তার গুণাবলি তুলে ধরে বলেন, তোমাদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে, বঙ্গবন্ধুর মতো দেশকে ভালোবাসতে হবে, বড় হয়ে দেশের জন্য কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এখন থেকে প্রত্যেক শিশুকে একজন সৎ ও আদর্শ সুনাগরিক হতে শপথ নিতে হবে তবেই আমাদের দেশ স্মার্ট ও সমৃদ্ধি লাভ করবে।
ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল বলেন, শিশুদের কোমল মনে দেশপ্রেম জাগ্রত করে তাদের সৃজনশীল মেধা বিকাশ এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেক বাবা-মা এবং সমাজের বড়দের দায়িত্ব নিতে হবে। শিশুদের আগামীর সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে যার যার অস্থান থেকে দেশের কল্যাণে সৎ ভাবে কাজ করতে হবে তবেই আমাদের দেশ স্মার্ট হবে এবং জাতি হবে সমৃদ্ধশালী। তিনি দিবসটি উপলক্ষে বাংলাদেশের সকল শিশু-কিশোরদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- হাবিব নগর চা বাগান শাখা, জৈন্তাপুর, সিলেটের উপদেষ্টা ও বাগান পঞ্চায়েত সদস্য গহুর চাঁন রায়, ক্লাব সভাপতি কিশোর শিং ঘাটোয়ার, সাধারণ সম্পাদক সুজলা বাউরী, যুগ্ম সম্পাদক মাহমুদা আক্তার সখি, কার্যকরী সদস্য বৈশাখী রাউতিয়া, সঞ্জিত কৃষ্ণ গোয়ালা ও সুমনা বাউরী, খাঁন চা বাগান শাখার সহ-সভাপতি লোচন বাড়াইক ও কার্যকরী সদস্য শিমুল বাড়াইক ও বাগানের শিশু-কিশোরবৃন্দ প্রমুখ।
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
No comments:
Post a Comment