রবিবার (১৯ মার্চ ২০২৩) প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য্যের লীলাভূমি মৌলভীবাজার জেলার বড়লেখার মাধবকুন্ড ইকোপার্ক, জলপ্রপাতের স্বর্গীয় রূপ দর্শন, চা-বাগানের সৌন্দর্য উপভোগের পাশাপাশি সেখানকার ঐতিহাসিক স্থানসমূহ ঘুরে দেখে ৬৫ সদস্যের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন, বয়স্ক ও মধ্য বয়স্ক নারী-পুরুষ, যুবক-যুবতী, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী এবং শিশু। সমাজের অনগ্রসর চা জনগোষ্ঠীর সুস্থ মানসিকতা বিকাশের লক্ষ্যে এই শিক্ষা সফর আয়োজন করা হয়। মাধবকুন্ড জলপ্রপাতটি বাংলাদেশের সবচেয়ে উঁচু জলপ্রপাত। ভূমি থেকে যার উচ্চতা প্রায় ২০০ ফিট বা ৬১ মিটার। ক্লাব সদস্যবৃন্দ এখানে ঐতিহাসিক বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করে এবং সে বিষয়গুলো সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে। এই সফরের মাধ্যমে ক্লাব সদস্যবৃন্দ তাদের চিন্তার উৎকর্ষতা সাধনের পাশাপাশি শারীরিক ও মানসিক প্রশান্তি লাভ করে।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- হাবিব নগর চা বাগান শাখার সভাপতি কিশোর সিং ঘাটোয়ারের নেতৃত্বে শিক্ষা সফরে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, কেন্দ্রীয় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, ক্লাবের হাবিব নগর চা বাগান শাখা, জৈন্তাপুর, সিলেটের উপদেষ্টা ও বাগান পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ গহুর চাঁন রায়, ক্লাবের সাধারণ সম্পাদক সুজলা বাউরী, যুগ্ম সম্পাদক মাহমুদা আক্তার সখি, কার্যনির্বাহী সদস্য বৈশাখী রাউতিয়া, সঞ্জিত কৃষ্ণ গোয়ালা ও সুমনা বাউরী, খাঁন চা বাগান শাখার সহ-সভাপতি লোচন বাড়াইক ও কার্যকরী সদস্য শিমুল বাড়াইক, হাবিব নগর চা বাগানের কমলা বাউরী, রেখা বাউরী, যমুনা রাউতিয়া, স্বাধীন রাউতিয়া, উমেস রাউতিয়া, শ্রাবন্তি সিং রাউতিয়া, জোৎস্না বাউরী, লক্ষী রায়, দিপালী কুর্মী, সবিতা কুর্মী, দিপা বাউরী, পঞ্চমী বাউরী, লিলি বাউরী, সুমনা বাউরী, গীতা বাউরী, কাজলী কর্মকার, চম্পা রায়, সেবা বাউরী, রাশি রায়, সোনিয়া রায়, প্রেম কর্মকার, প্রিয়াংকা কুর্মী, সোহেল কর্মকার, সিজলা কর্মকার, উজ্জ্বল কর্মকার, স্বর্ণা কুর্মী, শুক্তা বাউরী, হৃদয় গোয়ালা, অর্জুন বাউরী, তিয়াস কর্মকার, মুক্তা সিং রাউতিয়া, অমিত রায়, সুচলা কর্মকার, কমলা কর্মকার, চম্পা রায়, সেবা বাউরী, লিলি বাউরী, মিঠুন বিশ্বাস প্রমুখ।
সুজলা বাউরী
সাধারণ সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
হাবিবনগর চা বাগান শাখা
জৈন্তাপুর, সিলেট
No comments:
Post a Comment