বৃহস্পতিবার (৩০ মার্চ ২০২৩) সিলেট নগরীর জল্লারপাড়, পশ্চিম জিন্দাবাজার গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে এই “দোয়া মাহফিল ও ইফতার” এর আয়োজন করা হয়।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস হল সংযমের মাস, বেশি বেশি দোয়া লাভের মাস। এই মাসে একজন রোজাদারকে ইফতার করানোর বিনিময়ে মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। এই মাসে যত বেশি নেক আমল করা হবে বান্দা তত বেশি সওয়াব পাবে। তাই এই মাসে বেশি করে নেক আমল অর্জনের জন্য অসহায়-দরিদ্র, প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করতে হবে।
দিদারুল ইকবাল বলেন, পবিত্র রমজান মাস সংযমের ও আত্মশুদ্ধি অর্জনের মাস। এই মাসে প্রত্যেক রোজাদার খাবার-দাবার, কথাবার্তা, আচার-ব্যবহার সবকিছুতেই সংযম প্রদর্শন করেন। রমজানে রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করা একটি ফজিলতপূর্ণ আমল। আমাদের বিশ্ব নবী রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সেও ঐ রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। আমরা যদি একটু সংযত হয়ে সকল ধরণের প্রতিবন্ধীসহ অসহায় ও দরিদ্র মানুষের ইফতারি বা সাহরির ব্যবস্থা করতে পারি তাহলে তাদের রোজা রাখা অনেক সহজ হবে। এতে তাদের দোয়াও পাওয়া যাবে আবার তাদের রোজার সমপরিমাণ সওয়াবও পাওয়া যাবে। শুধু তাই নয়, মহান আল্লাহর কাছে এর উত্তম প্রতিদানও পাওয়া যাবে। তাই আসুন, এই পবিত্র রমজানে আমরা সংযত হয়ে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী মানুষদের জন্য বেশি বেশি ইফতারির ব্যবস্থা করি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন, রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির চাটার্ড প্রেসিডেন্ট জাকির আহমেদ চৌধুরী, পিপি প্রফেসর বদরুল আলম ও পিপি আব্দুর রশিদ তালুকদার এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখা, সিলেটের সভাপতি মখলিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ব্যবস্থাপক স্বপন মাহমুদ, সুপারভাইজার রায়হান খাঁন, শিক্ষার্থী কয়েস মিয়া, তুফায়েল হোসেন, কামরান হোসেন, সমীররঞ্জন বিশ্বাস, আকাশ সরকার, তাবাসসুম ফেরদৌস চাঁদনী, তাহমিনা আক্তার মৌমি, খাদিজাতুল কুবরা সিফা, অহনা আক্তার, আফসানা আক্তার মুন্নি, নাদিয়া বেগম, নুরজাহান বেগম। আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, ধর্মীয় শিক্ষক আনিসুল হক।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
No comments:
Post a Comment