অত্যন্ত আবেগঘন পরিবেশে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা ইয়াসমীনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যায় বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখা এই বিদায় সংবর্ধনা প্রদান করে।
মধুপুর উপজেলা পরিষদ ইউএনও কক্ষে ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদানকালে নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন বলেন, মধুপুরের মানুষ খুবই আন্তরিক। ফলে সকলকে নিয়ে সুন্দর ভাবে কাজ করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। সরকারের অর্পিত দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে আমি সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি আরো বলেন, সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। তাই আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আমার পরবর্তি কর্মস্থলেও যাতে সুনামের সাথে দায়িত্ব পালন করতে পারি।
বিদায়ী সংবর্ধনায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো: সোলায়মান হোসেন বলেন, আমাদের ইউএনও একজন দক্ষ কর্মী, তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। তিনি শুধু জনপ্রতিনিধি নয়, সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচরণ করেছেন ফলে যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধা করতেন। আমাদের ক্লাবের বিভিন্ন সাংগঠনিক কাজে তার পরামর্শ নিতে গেলে তিনি অত্যন্ত আগ্রহের সাথে আমাদের সহযোগিতা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখার সদস্য সুব্রত কর্মকার ও আশরাফুল ইসলাম মারুফ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি এস এম শহীদ। নির্বাহী অফিসারের বিদায়ে কেন্দ্রীয় ক্লাব থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এবং ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।
৩৩ তম বিসিএস ক্যাডারের বিদায়ী নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ২০২১ সালের ১২ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়ে টাঙ্গাইল মধুপুরে যোগদান করেন। তিনি তার কর্মকালীন সময়ে তার কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধন নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন।
No comments:
Post a Comment