মাহে রবিউল আউয়াল উপলক্ষে “সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতা ২০২৫”-এর আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর, সিলেট।
মহানবী সা. এর সীরাতের উপর ৪৫টি এমসিকিউ ও ৫ নম্বরের ১টি সংক্ষিপ্ত প্রশ্ন (মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ?) সহ মোট ৫০ নম্বরের উপর এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৪৫টি এমসিকিউ-তে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম, খন্দক যুদ্ধ, ইসলাম প্রচার, হেরা গুহা, রাসুলুল্লাহ সা. এর জীবনের শেষ আমল ও শেষ কথা, রিসালাতের ঘোষণা, মদিনায় হিজরত, মহানবী সা. এর হজ্জ আদায়, রাসূল সা. এর বক্ষ বিদীর্ণ, ওহী নাজিল, আবিসিনিয়ার হিজরত, আহযাব যুদ্ধ, নবীজী সাঃ সম্পর্কে ভবিষ্যত বাণী, নবীজীর উপাধি, নবীজীর ওফাত, মহানবীর সা. এর মুজিজা, মুসলমানদের প্রথম কিবলা, বদর যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয়, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ফেরেশতাগণ কর্তৃক সাহাবীর লাশ গোসল, কিশোর বয়সে শান্তি প্রতিষ্ঠার জন্য মহানবী সা. এর গঠিত সংগঠন, বিশ্বনবী সা.-এর প্রতি অবতীর্ণ ওহির প্রথম শব্দ সম্পর্কিত নানা প্রশ্ন।
যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ২য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তবে একজন প্রতিযোগী একের অধিক উত্তরপত্র জমা দিতে পারবে না। ইতিমধ্যে সিলেটের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে কুইজ প্রতিযোগিতার প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
সীরাতুন্নবী প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে অংকুর-সিলেটের পরিচালক ও শাহপরান দ্য লুমিনাস স্কুলের ভাইস প্রিন্সিপাল খসরুল আলম বলেন, একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে তথ্যপ্রযুক্তির বিপুল উৎকর্ষ সাধন হলেও মানুষের মধ্যে নীতি, নৈতিকতা, চরিত্র ও মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। তরুণ প্রজন্ম আজ দিকভ্রান্ত, শিশু কিশোরদের আগামীর দিনগুলো ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। এমতাবস্থায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সা: এর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন।
সিলেট শাহপরান দ্য লুমিনাস স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ও বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল জানায়, এই প্রতিযোগিতার মাধ্যমে যে কোন শিক্ষার্থী মহানবী সা. এর জীবনী সম্পর্কে অনেক অজানা তথ্য ও জ্ঞান লাভ করতে পারবে। এধরণের ধর্মীয় জ্ঞানগর্ব প্রতিযোগিতা আয়োজন করায় অংকুর, সিলেট কর্তৃপক্ষকে ধন্যবাদ।
রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) বলেন, মহানবী সা. এর সীরাতের উপর আয়োজিত প্রতিযোগিতাটি নিঃসন্দেহে শিক্ষার্থীদের ইসলামি সংস্কৃতি ও ধর্মীয় জ্ঞানকে সমৃদ্ধ করে তুলবে।
প্রতিযোগিতায় ৩টি আলাদা গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। ক - গ্রুপ (২য় - ৫ম শ্রেণি), খ - গ্রুপ (৬ষ্ঠ - ৮ম শ্রেণি), গ - গ্রুপ (৯ম - ১০ম শ্রেণি)। এছাড়াও প্রতি গ্রুপে ১০ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। কুইজের উত্তর জমা দেয়ার শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫। ডাকযোগে/কুরিয়ারে উত্তরপত্র পাঠাবার ঠিকানা: খসরুল আলম, পরিচালক, অংকুর-সিলেট, সিলকো টাওয়ার (লিফট ৫), পূর্ব জিন্দাবাজার, সিলেট। মোবাইল: ০১৭১০-৭১৭১৪১ (কাছাকাছি অংকুর আসর পরিচালকের কাছে/ ই-মেইলে/ কিউআর কোড লিংকে ইনবক্সে/ হোয়াটসঅ্যাপ নাম্বারে শেষ পৃষ্ঠার ছবি তুলে জমা দেয়া যাবে)।
আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার বিকাল ৩:০০টায় সিলেট দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কুইজ বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে
দেওয়া হবে।
%20Quiz%20Competition%202025.jpg)
%20Quiz%20Competition%202025_1.jpg)
%20Quiz%20Competition%202025_2.jpg)
%20Quiz%20Competition%202025_3.jpg)
%20Quiz%20Competition%202025_4.jpg)
No comments:
Post a Comment