শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) রাতে সিলেট নগরীর সুবিধবাজারস্থ মার্লিন টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সুপার (প্লানিং এন্ড অপারেশনস্) মোহাম্মদ মহিউল ইসলামকে ফুলের তোড়া দিয়ে সিলেটে শুভেচ্ছা ও স্বাগতম জানান ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এবং ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সাবেক সাধারণ সম্পাদক মো. ময়নুল হক এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টেকনোলজিস্ট আজিজুল ইসলাম।
মতবিনিময় সভায় সিলেট সহ দেশের অন্যান্য পর্যটন এলাকায় আগত পর্যটক দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা, সার্বিক নিরাপত্তা, সিসি ক্যামেরায় নজরদারি, পর্যটকদের সাথে যাতে অনাকাঙ্খিত কোন ঘটনা না ঘটে, পর্যটন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে তল্লাশি কার্যক্রম পরিচালনা, মানবিক ও আধুনিক ট্যুরিস্ট পুলিশ গঠন, পর্যটকদের হয়রানি রোধে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম সংক্রান্ত নানান বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পর্যটন এলাকায় টুরিস্ট পুলিশের সহযোগিতায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়েও আলোচনা করা হয়।
বার্তা প্রেরক,
মোহাম্মদ ইয়াকুব আলী
প্রচার সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
No comments:
Post a Comment