রবিবার (২৪ নভেম্বর ২০২৪) সকাল ১১টায় বেতার কেন্দ্রের পরিচালকের কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা পরিচালনা করেন বাংলাদেশ বেতার সদর দপ্তরের লিয়াজোঁ ও শ্রোতা গবেষণা অনুবিভাগের উপ-পরিচালক রোকসানা রহমান। তিনি মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সকল শ্রোতাক্লাব প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি তাদের হাতে তুলে দেন বেতার বাংলা পত্রিকা ও স্টিকার।
এসময় উপস্থিত ছিলেন, বেতারের উপ-পরিচালক ড. মো. সাইদুর রহমান, শাহীন আকতার, মো. শরীফ মাহমুদ অপু ও তাবাসসুম হক, সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, মো. ইফতেখার হোসেন ও ফাহিম হক। এছাড়া শ্রোতা ও শ্রোতাক্লাবের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- চট্টগ্রাম জেলা ইউনিটের সিনিয়র সদস্য মোহাম্মদ আজিম ভূঁইয়া, বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা ইউনিটের সভাপতি শাহ মোহাম্মদ ইউনুছ আনসারী, রাউজান (চট্টগ্রাম) উপজেলা ইউনিটের সদস্য সৈয়দ মোহাম্মদ আরাফাত ইসলাম, চট্টগ্রাম রাংগুনিয়া অন্বেষণ শ্রোতা ক্লাবের সভাপতি মো. সেলিম, শ্রোতা মেহেদী হাসান মামুন, মরমী শিল্পী মোহাম্মদ মোরশেদ প্রমুখ।
ভার্চুয়ালি অংশ নেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।
সভায় শ্রোতারা, চট্টগ্রাম বেতারের এফএম কাভারেজ বৃদ্ধি, শ্রোতা ক্লাবগুলোকে নিয়মিত মনিটরিং করা, শ্রোতা সেল গঠন করা, অনুষ্ঠানের মান উন্নয়ন করা, বেতার কর্তৃপক্ষ প্রতিমাসে নিয়মিত এ ধরণের আয়োজনের পাশাপাশি শ্রেতাদের নিয়ে বহিরাঙ্গন অনুষ্ঠান, শ্রোতা সম্মেলন, সেতুবন্ধন, বিভিন্ন অনুষ্ঠান ভিত্তিক কুইজ ও শ্রেষ্ঠ শ্রোতাদের নিয়ে অনুষ্ঠান, শ্রোতা ও শ্রোতা ক্লাবের জন্য নিয়মিত বাজেট বরাদ্দ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। বেতার কর্মকর্তা এই বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশ বেতার লিয়াজোঁ ও শ্রোতা গবেষণা অনুবিভাগ শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে এই ধরণের মতবিনিময়ের আয়োজন করায় সংশ্লিষ্ট বিভাগের পরিচালককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী এবং শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল।
বার্তা প্রেরক,
মোহাম্মদ ইয়াকুব আলী
প্রচার সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
Facebook: Bangladesh Betar Chattogram's post
No comments:
Post a Comment