সিলেটে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে
বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবসে শ্রদ্ধাভরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে বেতার
শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট।
সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সকালে সিলেটের কেন্দ্রীয়
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট,
সিলেটের নবনির্বাচিত সভাপতি মো. ময়নুল হক এর নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে জাতির সূর্য
সন্তানদের স্মরণ করেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার
লিমা, শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল, শাহপরান ইউনিটের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক
মো. নোমান উদ্দিন রায়হান, সিলেট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সন্দীপ রায় (S21AAI) ও
সিলেট অ্যামেচার রেডিও এসোসিয়েশনের সভাপতি ওয়েস মো. সাকেরুল ইসলাম (S21OES) প্রমুখ।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির বীরত্বের এক
অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করে
একটি নতুন মানচিত্র, নতুন দেশ, বাংলাদেশ। বিজয়ের এই দিনে একাত্তরের সব বীর মুক্তিযোদ্ধাকে
আমরা গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী
সরকারের দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম বিজয় দিবস।
সংবাদদাতা,
মো. আফজল চৌধুরী
সাধারণ সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান থানা ইউনিট
No comments:
Post a Comment