বিশ্বের
বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের বৈদেশিক ইউনিট
পশ্চিমবঙ্গ ইউনিট, ভারতের অন্যতম উপদেষ্টা, ফিলিপাইন থেকে সম্প্রচারিত রেডিও ভেরিতাস
এশিয়া (আরভিএ) বাংলা বিভাগ কাউন্সিলের প্রাক্তন সেক্রেটারি এবং সমগ্র পূর্ব ভারত তথা
কলকাতার প্রাচীনতম মিডিয়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান চিত্রবাণী’র বর্তমান পরিচালক মিডিয়া
ব্যক্তিত্ব ফাদার পি. জে. যোসেফ এস.জে. ইহলোক ত্যাগ করেছেন।
শনিবার
(৭ ডিসেম্বর ২০২৪) সকাল ৬টা ৩০ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি শেষ নি:শ্বাস
ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। ১৯৬২ সালের ১০ অক্টোবর ভারতের কেরালার
ইরিত্তিতে তিনি জন্মগ্রহণ করেন।
তাঁর
আকস্মিক প্রয়াণে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ইউনিট
গভীর ভাবে শোকাহত। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এক শোকবার্তায় বলেন, “আমরা একজন অতি আপনজনকে
হারালাম। অনেক বড় মনের মানুষ ছিলেন ফাদার পি. জে. যোসেফ। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি
ছিলেন একজন সাদা মনের নিরহঙ্কার মানুষ। তিনি খুব সহজ সরল এবং সাদামাটা জীবন-যাপন করতেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি রেডিও ভেরিতাসের শ্রোতাদের সাথে নিবিড় সুসম্পর্ক রেখেছেন।
একজন গুণী উপদেষ্টা এবং কাছের একজন মানুষের চলে যাওয়া আমাদের জন্য একটি বড় ধাক্কা।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এবং রেডিও ভেরিতাসের ইতিহাসে তাঁর অবদান স্মরণীয় হয়ে
থাকবে। সদা হাস্যোজ্জ্বল এবং ভেঙ্গে ভেঙ্গে ধীরে ধীরে বাংলায় কথা বলা মানুষটিকে আমরা
আর দেখতে পাবো না। পরকালে আমরা তার আত্মার চিরশান্তি কামনা করছি। দিদারুল ইকবাল আরো
বলেন, ৩০ নভেম্বর ২০২৪, শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা গুরুসদয় রোডস্থ
বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (বিআইটিএম) এর হলরুমে আমাদের
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে
এক রেডিও ডিএক্সীং বিষয়ক সেমিনারের আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- পশ্চিমবঙ্গ
ইউনিট। ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার পি. জে. যোসেফ এবং বাংলাদেশ
থেকে আমি ভার্চুয়ালি অংশগ্রহণ করি। সেখানে আমি তার সাথে সামান্য সময়ের জন্য কথা বলেছিলাম
এবং সেটি ছিলো তার সাথে আমার শেষ কথা। শুধু তাই নয়, মৃত্যুর পূর্বে এটিই ছিলো তার জীবনের
সর্বশেষ বেতার শ্রোতাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ।”
ফাদার
পি. জে. যোসেফের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের
প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) ড. মির শাহ আলম, বাংলাদেশ বেতারের
মহাপরিচালক (অব.) ও ক্লাবের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা কাজী আখতার উদ্দিন
আহমেদ, ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, প্রচার
সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী, শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব
(সার্ক)- পশ্চিমবঙ্গ ইউনিট, ভারতের সভাপতি মহম্মদ আরিফ (VU2HRF) ও অন্যান্য নেতৃবৃন্দ
এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সকল ইউনিটের নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment