সিলেটের জৈন্তাপুরে সাড়ে ৪ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটককৃত যুবকের নাম কিবরিয়া আহমেদ। সে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বিরাখাই (হাটিরগ্রাম) গ্রামের জমিরউদ্দীনের পুত্র।
শিশুর
মা ঘটনাটি ২নং জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলামকে জানালে তিনি স্থানীয় ২/৩ জন মুরুব্বিকে জানাতে বলেন। তারপর তাদের পরামর্শে শিশুকে সকাল আনুমানিক ১১টার দিকে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুর পরীক্ষা-নিরিক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে অভিভাবকে পরামর্শ দেয়। সোমবার (২৮ জুলাই) সকাল ১০:৪০ মিনিট থেকে ভিকটিম শিশুটি সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে চিকিৎসাধীন রয়েছে।
ধর্ষিত শিশুর চিকিৎসা ও তার পরিবারের বিভিন্ন বিষয়ে খোঁজখবর রাখছেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী সমন্বয়কারী মোহাম্মদ দিদারুল আলম এবং শহর সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী মো. শামিম বিল্লাহ।
এদিকে
শিশু ধর্ষণকারী কিবরিয়া আহমেদ-এর সর্বোচ্চ শাস্তি চেয়ে বিবৃতি দিয়েছে জৈন্তাপুর উপজেলার বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- খাঁন চা বাগান ইউনিট ও হাবিবনগর চা বাগান ইউনিটের নেতৃবৃন্দ এবং উপজেলার অন্যান্য সদস্যবৃন্দ।
রোববার (২৭ জুলাই) ভিকটিম ওই শিশুর মা লিমা বেগম জৈন্তাপুর মডেল থানায় এসে লিখিত অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধর্ষণকারীকে গ্রেফতারের নির্দেশনা দেন। পরে দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের আদেশক্রমে উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ও রাজিবুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ছদ্মবেশে দোকান থেকে ধর্ষক কিবরিয়াকে আটক করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিবরিয়া আহমেদ ধর্ষণের ঘটনায় সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯/(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে, মামলা নং: ১৯, তারিখ: ২৭ জুলাই ২০২৫।
No comments:
Post a Comment