মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে
খাঁন চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে সাউথ এশিয়া রেডিও ক্লাবের বৃক্ষরোপণ
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের খাঁন চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- খাঁন চা বাগান ইউনিট, জৈন্তাপুর, সিলেট।
“গাছ লাগান, জীবন- প্রকৃতি ও পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৫ জুলাই ২০২৫ খ্রি.) বিকেলে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- খাঁন চা বাগান ইউনিট, জৈন্তাপুর, সিলেট এর সভাপতি নরেশ কুর্মীর নেতৃত্বে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- খাঁন চা বাগান ইউনিট, জৈন্তাপুর, সিলেটের সাধারণ সম্পাদক লোচন বাড়াইক, যুগ্ম সম্পাদক পলি রানী দে, কার্যনির্বাহী সদস্য নিপা কুর্মী, টুসুমনি বাড়াইক, সিতু বাড়াইক, উপমা রায়, খাঁন চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আজিদ আহমেদ ও অর্থ সম্পাদক রুমেন বাড়াইক, সুরমিলা বাড়াইক, নন্দু বাড়াইক, সুমন্ত বাড়াইক, সান্ত কর্মকার, আসিক বুনার্জী, সনদিপ বাড়াইক, রুদ্র বাড়াইক, দামোদর বাড়াইক, নয়ন কর্মকার, কিষান বাউরী, রিমন উরাং, সূর্য কর্মকার, পাগলু কর্মকার, সূর্য মুন্ডা, কিরন বাড়াইক, অনিক বাড়াইক, সুজিত বোনার্জী, সৌরভ বাউরী, প্রতিক বাড়াইক, দিগন্ত বাড়াইক, রুপম বাড়াইক, দিপ্ত মুন্ডা, পল্লব কর্মী, সনজয় রিকিয়াশন, সোহাগ আহমদ, নিলয় দাস, শ্রাবন কর্মকার প্রমুখ।
অতিথিবৃন্দ স্কুলের আঙ্গিনায় বেশ কয়েকটি কাঠাল, পেয়ারা, জাম গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) বলেন, গত ২১ জুলাই ২০২৫, সোমবার বেলা সোয়া একটার দিকে রাজধানী ঢাকার উত্তরায় দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণরত এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের আজকে সকালের হালনাগাদ তথ্য অনুযায়ী এ ঘটনায় ৩২ জন মারা গেছে এবং বিভিন্ন হাসপাতালে ৫১ জন চিকিৎসাধীন আছে। আমরা এই বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় করছি এবং একিসাথে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। এছাড়া চীনের হুবেই প্রদেশের উহান থার্ড হাসপাতালের পাঁচজন দগ্ধ বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সের সমন্বয়ে গঠিত জরুরি চিকিৎসকদল আজ সকাল থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আগুনে দগ্ধ রোগীদের চিকিৎসা সহায়তা শুরু করায় আমরা আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পক্ষ থেকে চীনের চিকিৎসকদল ও চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পরে তিনি খাঁন চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচিটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উৎসর্গ করেন।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম ক্লাবের সকলকে বৃক্ষের যথাযথ যত্ন ও পরিচর্যা করার পরামর্শ দিয়েছেন। এছাড়া সবাইকে বাংলাদেশ বেতার সহ অন্যান্য আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান শোনা, চিঠি বা ই-মেইল লিখে মতামত জানাতে উৎসাহ দিয়েছেন।
আলোচনা সভা শেষে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম মেরাজ, প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী ও শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল খাঁন চা বাগান ইউনিটের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বার্তা প্রেরক,
লোচন বাড়াইক
সাধারণ সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- খাঁন চা বাগান ইউনিট
জৈন্তাপুর, সিলেট।

No comments:
Post a Comment