সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ড এর শাহপরানস্থ
সুপরিচিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান “দ্য লুমিনাস স্কুল”-এর ২০২৫ শিক্ষাবর্ষের
সিলেবাস বা শিক্ষা সমাপনী উপলক্ষে অত্যন্ত আনন্দময় ও কোলাহলপূর্ণ পরিবেশে ক্লাস
পার্টি উৎসব সম্পন্ন হয়েছে। গতানুগতিক ক্লাসের একঘেয়েমি দুর করতেই এই অনুষ্ঠানের
আয়োজন করে শিক্ষার্থীরা।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) প্লে থেকে ৯ম
শ্রেণির শিক্ষার্থীরা তাদের নিজেদের ক্লাসরুমে ক্লাস পার্টিতে অংশগ্রহণ করে।
শ্রেণি ভিত্তিক শিক্ষার্থীদের নিয়ে কেক
কেটে ক্লাস পার্টি সেলিব্রেশন করেন দ্য লুমিনাস স্কুলের প্রিন্সিপাল মো. সাইফুর
রহমান। এসময় উপস্থিত ছিলেন, ভাইস প্রিন্সিপাল খসরুল আলম, সাউথ এশিয়া রেডিও ক্লাব
(সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), সিনিয়র
সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম ও বিউটি রানী নাথ সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
দ্য লুমিনাস স্কুলের ৫ম শ্রেণীর
শিক্ষার্থী ও বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু
বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল তার ক্লাস পার্টি সম্পর্কে আনন্দ প্রকাশ করে জানায়,
“আমি ক্লাস পার্টির জন্য বাসা থেকে রঙিন কাগজ, কলম, সুপার ক্লে, ফিতা দিয়ে অনেক
কারুকাজ তৈরী করে এনেছি। ক্লাস পার্টির জন্য কারুকাজ বানাতে আমার মা তাছলিমা
আক্তার লিমা আমাকে অনেক সাহায্য করেছে। সকালে স্কুলে এসে আমরা ছেলেরা মেয়েরা আলাদা
আলাদা ভাবে ক্লাস রুমকে বর্ণিল সাজে সাজিয়েছি এবং বন্ধুরা সবাই মিলে নাচ-গান করে,
ছবি তুলে অনেক মজা করেছি।”
ক্লাস পার্টিতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের
মধ্যে উপস্থিত ছিলো, মো. ফজলে মইন ভূঁইয়া, মাজিদ আল হাসান, নাদিরা জান্নাত,
অন্নপূর্ণা বিশ্বাস, রামিশা জান্নাত, তাওহীদ ইসলাম, কাজি ইফতেখার উদ্দিন মাশফি,
সৌমিত্র দেব নাথ, আহনাফুর রহমান জাহিদ, তাজরিয়ান সাফা তুলি, জান্নাতুল শাহর আরিশা,
নাওয়াল ফাতমা ছদিওল, প্রথম দাস রাজবীর, দিপান্নিতা দাস, সাবরিন জাহান জেসীন, আরিশা
আহমেদ, সৃষ্টি দাস প্রাপ্তি, দেবশ্রী দাশ মুমু, ফাইজা তাসসুম এবং ইয়াছির আহমেদ।
শ্রেণি ভিত্তিক ক্লাস পার্টিতে আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক তাসনিয়া তানভীর তিশা, তাবাসসুম হাবিবা চৌধুরী, আয়েশা বেগম, ফারিহা জাহান, অর্পা রানী পাল, পপি দেবনাথ, আমিনা বেগম, মেহরীন চৌধুরী, আদনান জায়েদী, মাসুমা বেগম, রাজনা আক্তার চৌধুরী, তৃষ্ণা রানী নাথ, ফারজানা ইসলাম, আফজাল হুসেন পামেল, সামিয়া হাবিব রিচি, ফারহানা জাহান সামিরা।
ছাত্র-ছাত্রীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দের পর মধ্যাহ্নভোজের মধ্যে দিয়ে ক্লাস পার্টি সম্পন্ন হয়।


No comments:
Post a Comment