বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেটের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর অংশ হিসেবে লাক্কাতুরা চা বাগান শ্রমিক জনগোষ্ঠীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ নভেম্বর ২০২৫) সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নে অবস্থিত লাক্কাতুরা চা বাগান রাজাবাড়ী বস্তিতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট সভাপতি বিক্রম রায়-এর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ও
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম (S21MIR),
ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)
এবং চা বাগান হাসপাতালের মিডওয়াইফ রানী বেক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিটের সাধারণ সম্পাদক সমিত গঞ্জু, লাক্কাতুরা রাজাবাড়ী কিশোর সংঘের সভাপতি সুজন দাস ও সাধারণ সম্পাদক লিটন দাস, শান্তনা দাস, সাথী রানী দাস, দুলালী দাস, হাসিনা দাস, জ্যোতিকা রানী দাস, মুন্নি দাস, শান্তা লোহার, গৌরি দাস, সবিতা দাস, যমুনা দাস, সুমিতা চাষা, লুচন দাস, বসন্ত চাষা, সুজন রায়, সেবিকা গঞ্জু, নিতাই দাস, শিল্পী রায়, রিমি গোয়ালা, আনিকা দাস, তিথি রায়, বিকাশ, সুজন দাস, রবি, সুমিত্রা, বন্যা দাস, মিতালী ছত্রী, সম্পা দাস, টুম্পা মুদি প্রমুখ।
উঠান বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র ধরে বক্তারা বলেন, টাইফয়েড সাধারণত দূষিত পানি, খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের মাধ্যমে ছড়ায় এবং ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। টাইফয়েড জ্বর বাংলাদেশের সবচেয়ে মারাত্মক টিকা-প্রতিরোধযোগ্য রোগগুলোর মধ্যে একটি, যা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। টাইফয়েডের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ২০২১ সালের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় ৮ হাজার জন টাইফয়েডে মারা গেছেন, যার মধ্যে প্রায় ৬ হাজার বা ৬৮ শতাংশই ১৫ বছরের নিচের শিশু। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) একটি নিরাপদ ও কার্যকর টিকা, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দ্বারা পরীক্ষিত ও অনুমোদিত। এতে প্রোটিন ও শর্করা উভয় উপাদান রয়েছে, যা দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তাই সরকার দেশে প্রথমবারের মতো ‘টাইফয়েড টিকাদান কর্মসূচি’ চালু করেছে। সরকারী এ কর্মসূচির আওতায় ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে বিনা মূল্যে এক ডোজ টিকা দেওয়া হয়। চা বাগানের শ্রমিক জনগোষ্ঠীদের উদ্দেশ্যে বক্তরা আরো বলেন, আপনারা যারা এখনো আপনাদের শিশুদের টিকা দেননি তারা অবশ্যই টিকা দিতে ভুলবেন না এবং ভয় পাবেন না। কোন কুসংস্কারে কান দিবেন না। সময়মত টিকা দিয়ে আপনাদের শিশুদের টাইফয়েড জ্বর থেকে নিরাপদে রাখুন।
বার্তা প্রেরক,
মুহাম্মদ ইয়াকুব আলী
প্রচার সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ

No comments:
Post a Comment