চলতি বছর ৩ ও ৫ মার্চ
বেইজিংয়ের মহা গণভবনে শুরু হয়েছে ‘দুটি অধিবেশন’ তথা চীনের দ্বাদশ গণ রাজনৈতিক
পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি) ও জাতীয় গণ কংগ্রেস (এনপিসি)-এর চতুর্থ অধিবেশন।
এই অধিবেশনে “ত্রয়োদশ
পাঁচশালা পরিকল্পনা”র খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা-পর্যালোচনা হচ্ছে। প্রতি বছর এ
দুটি অধিবেশনকে ঘীরে চীনের পদক্ষেপের ওপর নজর রাখে সারা বিশ্ব। বাংলাদেশের জনগণও এ
দুটি অধিবেশনের ওপর গুরুত্বের সাথে নজর রেখেছে।
বাংলাদেশের জনগণ হিসেবে
তাঁরা কি ভাবছেন, তাদেঁর প্রত্যাশা কি? তা আমরা বিশেষ একটি সাক্ষাৎকারের মাধ্যমে
জানার চেষ্টা করেছি। আমরা কথা বলেছি, সাবেক কূটনৈতিক, রাজনীতিবিধ, সাংবাদিক,
ব্যবসায়ী, মৈত্রী সমিতির নেতৃবৃন্দ এবং কয়েকজন শ্রোতার সাথে।
চলুন তাদেঁর সাক্ষাৎকার
শুনি........
(১) মুন্সি ফয়েজ আহমেদ,
চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত।
(২) সি. এম. শফী সামী,
চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতির
বর্তমান সভাপতি।
(৩) হুমায়ুন এ. কামাল,
চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত।
(৪) আবুল হাসান চৌধুরী,
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
(৫) ল্যাফ্টেনেন্ট
জেনারেল এম. মাহাবুবুর রহমান, সাবেক সেনা প্রধান এবং চীনে নিযুক্ত বাংলাদেশের
সাবেক ডিফেন্স এ্যাটাচি।
(৬) মো: বশিরুল্লাহ,
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতি।
(৭) আহমেদ নাজির, ভাইস
প্রেসিডেন্ট, বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতি।
(৮) খন্দকার মোজাম্মেল হক
(গেদু চাচা), সম্পাদক, আজকের সূর্যদয় এবং সাবেক সম্পাদক, সুগন্ধা।
(৯) সৈয়দ রেজাউল করিম
বেলাল, চেয়ারম্যান, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ। এবং
(১০) শহীদুল কায়সার লিমন,
তথ্য ও গণসংযোগ সম্পাদক, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ।
বন্ধুরা,
আপনারা এতক্ষণ শুনছিলেন,
চীনে অনুষ্ঠিত দ্বাদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন ও জাতীয় গণ কংগ্রেসের চতুর্থ
অধিবেশনে আলোচিত বিভিন্ন বিষয়ের ওপর নজর রাখা বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের ভাবনা
ও প্রত্যাশার কথা।
আমরা অনুষ্ঠানের শেষ
প্রান্তে চলে এসেছি, তাই বিদায় নিতে হচ্ছে। চীনের দুই অধিবেশনে আলোচিত ত্রয়োদশ
পাঁচশালা পরিকল্পনা’র সফল বাস্তবায়ন হোক এ প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি---
দিদারুল ইকবাল
চীন আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।
No comments:
Post a Comment