প্রিয় চীন বেতারের শ্রোতাবন্ধুরা,
চলতি বছর ৩ ও ৫ মার্চ বেইজিংয়ে শুরু হয়েছে ‘দুটি
অধিবেশন’ তথা চীনের দ্বাদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি) ও জাতীয়
গণকংগ্রেস (এনপিসি)-র চতুর্থ অধিবেশন। অধিবেশনে ‘ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা’র
খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা-পর্যালোচনা হচ্ছে। প্রতিবছর এ দুটি অধিবেশনের ওপর চীনের
পদক্ষেপের ওপর নজর রাখে সারা বিশ্ব। বাংলাদেশের জনগণও অধিবেশনের ওপর গুরুত্বের
সাথে নজর রেখেছে। এ দুটি গুরুত্বপূর্ণ সম্মেলন সম্পর্কে বাংলাদেশের জনগণ হিসেবে
আপনি কি ভাবছেন, আপনার প্রত্যাশা কি? আমরা তা জানতে চাই। আপনাদের ভাবনা এবং মতামত
চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে।
যোগাযোগ করুন-
দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চীন আন্তর্জাতিক বেতার
মোবাইল: 01711054985, 01985601085 এই নম্বরে।
No comments:
Post a Comment