চলতি বছর ৩ ও ৫ মার্চ
বেইজিংয়ের মহা গণভবনে শুরু হওয়া ‘দুই অধিবেশন’ তথা চীনের দ্বাদশ গণ রাজনৈতিক
পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি) ও জাতীয় গণ কংগ্রেস (এনপিসি)-এর চতুর্থ অধিবেশনে “ত্রয়োদশ
পাঁচশালা পরিকল্পনা”র খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে। এ দুটি
অধিবেশনকে ঘীরে বাংলাদেশের জনগণ চীনের পদক্ষেপের ওপর গুরুত্বের সাথে নজর রেখেছে।
এবং কয়েকজন বিশিষ্ট নাগরীক চীন বেতারকে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে তাদেঁর মতামত
তুলে ধরেছেন। যা আজ ১৪/০৩/২০১৬, সোমবার, প্রচার করবে চীন আন্তর্জাতিক বেতার, বাংলা
বিভাগ।
প্রচার সময়:
সন্ধ্যা- ০৭:০০টা (শুধুমাত্র
এফ.এম-এ ঢাকা ও চট্টগ্রাম) এবং
রাত- ০৮:০০টা (শুধুমাত্র
মিডিয়াম ও শর্টওয়েভে বাংলাদেশ ও ভারত)।
মিটার ব্যান্ড ও
ফ্রিকোয়েন্সি:
FM : Dhaka- 102.0 MHz,
Chittagong- 90.0 MHz (Listen Radio with Mobile Phone)
MW : 1188 kHz (Only Radio)
SW : 9490, 9600, 11610 MHz (Only Radio)
অনুষ্ঠানটি শুনার জন্য
সবাইকে আমন্ত্রণ রইল।
দিদারুল ইকবাল
চীন আন্তর্জাতিক বেতার
(সিআরআই)
বাংলাদেশ।
No comments:
Post a Comment