প্রিয় বেতার বন্ধুরা,
আজ ১৯ মার্চ সন্ধ্যায়
শুনুন চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগের সাপ্তাহিক আয়োজন ‘মুক্তার কথা’।
১৭ মার্চ ২০১৬ বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশে
উদযাপিত হয়েছে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন।
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), বাংলা বিভাগ এ
নিয়ে বিশেষ অনুষ্ঠান
প্রচারের উদ্যোগ নেয়।
দিবসটি উপলক্ষে ঐদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সেখানে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে কি ধরনের কর্মসূচির আয়োজন
করা হয়েছিল তা জানতে আমরা
সেখানে কথা বলেছিলাম বাংলাদেশ বেতারের
উপস্থাপক শামীম আহমেদ-এর সাথে।
এছাড়া চীন বেতারকে এই দিবসের তাৎপর্য ও আয়োজন নিয়ে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন, সিলেটের জেলা প্রশাসক মো:
জয়নাল আবেদীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শহীদুল ইসলাম চৌধুরী।
দিবসটি উপলক্ষে আমরা আরো কথা বলেছি শিশু কিশোরদের
সাথে। শিশুদের মধ্যে ফাহমিদা আক্তার সাঈমা, ফাহমিদা আক্তার, সানিয়া আফরিন জিতু,
সুপ্রিয়া, সাদিয়া আফরিন তামান্না, নুসরাত জাহান নিঝুম, ঝুমা, হুমাইয়া জান্নাত
রিমা, নাদিয়া আক্তার, ইসরাত জাহান আনিকা, নাদিয়া ইসলাম ও মোনালিসা মন্নান জানিয়েছে তাদেঁর
অনুভূতির কথা।
তাহলে শুনুন আজ ‘মুক্তার
কথা’। অনুষ্ঠানটি শুনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।
প্রচার তারিখ ও সময়:
তারিখ: ১৯/০৩/২০১৬,
শনিবার
সন্ধ্যা- ০৬:০০টা
(শুধুমাত্র এফ.এম-এ ঢাকা ও চট্টগ্রাম) এবং
রাত- ০৭:০০টা (শুধুমাত্র
মিডিয়াম ও শর্টওয়েভে বাংলাদেশ ও ভারত)।
মিটার ব্যান্ড ও
ফ্রিকোয়েন্সি:
FM : Dhaka- 102.0 MHz,
Chittagong- 90.0 MHz (Listen FM Mobile Phone and Radio)
MW : 1188 kHz (Only Radio)
SW : 9490, 9600, 11610 MHz (Only Radio)
দিদারুল ইকবাল
চীন আন্তর্জাতিক বেতার
(সিআরআই)
বাংলাদেশ।
No comments:
Post a Comment