“শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানকে
সামনে রেখে ১৭ মার্চ ২০১৬ বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে
বাংলাদেশে উদযাপিত হয়েছে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম
জন্মদিন।
প্রতি বছরের মতো এ বছরও শিশুদের নিয়ে নানা আয়োজনে
পালন করা হয়েছে দিবসটি। দিবসটি উপলক্ষে দেশব্যাপী সব জেলা ও উপজেলা সদরে শিশু
সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, গ্রন্থমেলা, সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে টেলিভিশন ও বেতারসহ গণমাধ্যমে
বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হয়। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-ও বিশেষ
অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেয়।
১৭ মার্চ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ও রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। সেখানে জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে ফাতেহাপাঠসহ
বিশেষ মোনাজাতে অংশ নিয়েছেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও
প্রধানমন্ত্রীর সফরকে ঘীরে বঙ্গবন্ধুর
সমাধি সৌধ কমপ্লেক্সে আর কি ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে তা জানতে আমরা
সেখানে কথা বলেছি বাংলাদেশ বেতারের উপস্থাপক শামীম আহমেদ-এর সাথে।
এছাড়া চীন বেতারকে এই দিবসের তাৎপর্য ও আয়োজন নিয়ে
বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন, সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন এবং অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) মো: শহীদুল ইসলাম চৌধুরী।
দিবসটি উপলক্ষে আমরা আরো কথা বলেছি শিশু কিশোরদের
সাথে। শিশুদের মধ্যে বলেছে, ফাহমিদা আক্তার সাঈমা, ফাহমিদা আক্তার, সানিয়া আফরিন
জিতু, সুপ্রিয়া, সাদিয়া আফরিন তামান্না, নুসরাত জাহান নিঝুম, ঝুমা, হুমাইয়া
জান্নাত রিমা, নাদিয়া আক্তার, ইসরাত জাহান আনিকা, নাদিয়া ইসলাম, মোনালিসা মন্নান
প্রমূখ।
এই বিশেষ অনুষ্ঠানটি শুনুন আজ চীন আন্তর্জাতিক
বেতার (সিআরআই) বাংলা বিভাগে।
দিদারুল ইকবাল
চীন আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।
No comments:
Post a Comment