গণচীনের রাজধানী বেইজিং থেকে প্রচারিত চীন
সরকারের রাষ্ট্রীয় সম্প্রচার “চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)” বাংলা বিভাগের ৪৮তম
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট জেলা শাখা।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং কেক কাটার মধ্য
দিয়ে ১লা জানুয়ারি ২০১৭
রবিবার সন্ধ্যে ৭টায় সিলেট ক্লাব কার্যালয়ে “চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)” বাংলা
বিভাগের পূর্তি উৎসব উদযাপন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর বাংলাদেশ মনিটর ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল তার বক্তব্যে বলেন, কাকতালীয় ভাবে হলেও খ্রিস্ট বর্ষের শুরুর প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি হচ্ছে চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী। তাই দিনটি চীন বেতারের শ্রোতাদের জন্য অন্যদের তুলনায় আরো বেশি গুরুত্বপূর্ণ এবং আনন্দের। পূর্বের রেডিও পিকিং তথা আজকের চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ গত ৪৮ বছর ধরে নানা অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে আকাশ পথে মৈত্রীর সেতুবন্ধন তৈরী করেছে ২৫ কোটিরও বেশী বাংলাভাষী জনগোষ্ঠির সাথে। চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের উদ্দেশ্য হলো চীনের জনগণ এবং বাংলাদেশের তথা বাংলাভাষী জনগণের মধ্যকার সমঝোতা ও মৈত্রী বাড়ানো। ইথার ও ইন্টারনেটের মাধ্যমে সিআরআই শ্রোতাদের সামনে চীনের তথ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, জনগণের সুখী জীবনযাপন এবং বৈশিষ্ট্যময় চীনা সংস্কৃতি তুলে ধরতে সক্ষম হয়েছে। তেমনি চীন দেশের জনগণের মাঝেও আমাদের দেশের তথ্য-সংস্কৃতি তুলে ধরেছে। ফলে এ রেডিও চীনা জনগণ ও বাংলাদেশের মানুষের মধ্যে বোঝাপড়ার সেতু প্রতিষ্ঠিত করেছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর বাংলাদেশ মনিটর ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল তার বক্তব্যে বলেন, কাকতালীয় ভাবে হলেও খ্রিস্ট বর্ষের শুরুর প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি হচ্ছে চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী। তাই দিনটি চীন বেতারের শ্রোতাদের জন্য অন্যদের তুলনায় আরো বেশি গুরুত্বপূর্ণ এবং আনন্দের। পূর্বের রেডিও পিকিং তথা আজকের চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ গত ৪৮ বছর ধরে নানা অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে আকাশ পথে মৈত্রীর সেতুবন্ধন তৈরী করেছে ২৫ কোটিরও বেশী বাংলাভাষী জনগোষ্ঠির সাথে। চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের উদ্দেশ্য হলো চীনের জনগণ এবং বাংলাদেশের তথা বাংলাভাষী জনগণের মধ্যকার সমঝোতা ও মৈত্রী বাড়ানো। ইথার ও ইন্টারনেটের মাধ্যমে সিআরআই শ্রোতাদের সামনে চীনের তথ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, জনগণের সুখী জীবনযাপন এবং বৈশিষ্ট্যময় চীনা সংস্কৃতি তুলে ধরতে সক্ষম হয়েছে। তেমনি চীন দেশের জনগণের মাঝেও আমাদের দেশের তথ্য-সংস্কৃতি তুলে ধরেছে। ফলে এ রেডিও চীনা জনগণ ও বাংলাদেশের মানুষের মধ্যে বোঝাপড়ার সেতু প্রতিষ্ঠিত করেছে।
সাউথ এশিয়া রেডিও ক্লাবের ভাইস চেয়ারম্যান
তাছলিমা আক্তার লিমা বলেন,
সিআরআই তার বিভিন্ন দেশের ভাষায়
অনুষ্ঠান সম্প্রচারের মধ্য দিয়ে শ্রোতাদের কাছে নানা ধরনের তথ্য পৌঁছে দিচ্ছে।
এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সঙ্গে চীনা জনগণের সমঝোতা ও মৈত্রী বাড়ানোর
জন্য বিশাল অবদান রেখেছে। তেমনি ভাবে সিআরআই চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ
সম্পর্ক জোরদারের ক্ষেত্রে অনন্য অবদান রেখেছে। চীন আন্তর্জাতিক বেতারের
প্রতিষ্ঠার ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা বাংলাদেশের সকল শ্রোতার পক্ষ
থেকে বেতারের সকল কলাকুশলীকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাই। ভবিষ্যতে
সিআরআই আরো বেশি সাফল্য অর্জন করবে এটা আমাদের প্রত্যাশা।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া বলেন, বাংলাদেশে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর
সর্বোচ্চ সম্মানসূচক আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব
প্রতি বছর চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগের
এই ঐতিহাসিক দিনটি অত্যন্ত গুরুত্বের সাথে স্মরণ করে শ্রোতাদের নিয়ে বিভিন্ন
অনুষ্ঠানের আয়োজন করে। আমরা চীন বেতারের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সাথে
সম্পৃক্ত থাকতে পেরে গর্বিত। এই বিশেষ দিনে চীন বেতার বাংলা বিভাগের পরিচালক মাদাম
ইয়ু কুয়াং ইউয়ে (আনন্দী) সহ সিআরআই-এর মহাপরিচালক জনাব ওয়াং কেং নিয়ানের প্রতি
আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আহবান এবং অনুরোধ জানাচ্ছি তারা যেন অতি দ্রুত সিলেটে
বাংলাদেশ বেতারের এফএম ট্রান্সমিটারের মাধ্যমে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা
অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেয়, শ্রোতারা যাতে
নিখুত ভাবে চীন বেতারের অনুষ্ঠান শুনতে পারে। যার মাধ্যমে আমাদের সিলেটের শ্রোতারা
চীনকে আরো বেশি করে জানতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট জেলা শাখা সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন, সদস্য মো. সাবিবর হোসেন, উম্মে হাবিবা লিপি, ফারজানা আক্তার রুমা, শাহরিয়ার আহমদ শাহী, মো. আব্দুর রহমান, মো.
সিয়াম, মো. সায়েম, আমন্ত্রিত শ্রোতা ক্লাব প্রতিনিধি দিনাজপুরের
আলোর ঠিকানা আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাবের সভাপতি নূরে আলম সিদ্দিকী নূর
প্রমূখ।
আলোচনা সভার পূর্বে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর ক্ষুদে শ্রোতা ছোট্টবন্ধু লাবীব ইকবাল (লেই বো) কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানের সূচনা করে। এরপর উপস্থিত সকলে চীন আন্তর্জাতিক বেতারের সাথে সম্পৃক্ত হওয়ার স্মৃতিচারণ সহ সিআরআই থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের মান নিয়ে আলোচনায় অংশ নেন। বিশেষ করে মুক্তার কথা, বিদ্যাবার্তা, পূবের জানালা, হাল শৈলী, খোলামেলা, কনফুসিয়াস ক্লাসরুম, আজকের টপিক, দৃষ্টির সীমানা, লাভক্ষতি, আলো-ছায়া, সাহিত্য ও সংস্কৃতি, এশিয়া টুডে, সুরের ধারায়, চলতি প্রসঙ্গ, স্বাস্থ্য ও জীবন সহ অন্যান্য অনুষ্ঠান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনায় সকলে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠানের উচ্চ প্রশংসা করেন এবং উচ্চ করতারির মাধ্যমে বেতারের সাথে সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা, সম্মান এবং অভিনন্দন প্রকাশ করেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর সদস্যবৃন্দ। সকলের প্রত্যাশা চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগ পূর্বে যে ভাবে শ্রোতাদেরকে সময়োপযোগী অনুষ্ঠান উপহার দিয়েছে তেমনি আগামীতেও সেই ধারা অব্যাহত রাখবে।
আলোচনা সভার পূর্বে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর ক্ষুদে শ্রোতা ছোট্টবন্ধু লাবীব ইকবাল (লেই বো) কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানের সূচনা করে। এরপর উপস্থিত সকলে চীন আন্তর্জাতিক বেতারের সাথে সম্পৃক্ত হওয়ার স্মৃতিচারণ সহ সিআরআই থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের মান নিয়ে আলোচনায় অংশ নেন। বিশেষ করে মুক্তার কথা, বিদ্যাবার্তা, পূবের জানালা, হাল শৈলী, খোলামেলা, কনফুসিয়াস ক্লাসরুম, আজকের টপিক, দৃষ্টির সীমানা, লাভক্ষতি, আলো-ছায়া, সাহিত্য ও সংস্কৃতি, এশিয়া টুডে, সুরের ধারায়, চলতি প্রসঙ্গ, স্বাস্থ্য ও জীবন সহ অন্যান্য অনুষ্ঠান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনায় সকলে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠানের উচ্চ প্রশংসা করেন এবং উচ্চ করতারির মাধ্যমে বেতারের সাথে সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা, সম্মান এবং অভিনন্দন প্রকাশ করেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর সদস্যবৃন্দ। সকলের প্রত্যাশা চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগ পূর্বে যে ভাবে শ্রোতাদেরকে সময়োপযোগী অনুষ্ঠান উপহার দিয়েছে তেমনি আগামীতেও সেই ধারা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ১৯৪১
সালের ৩রা ডিসেম্বর রাতে বর্তমান চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) অর্থাৎ তৎকালীন ইয়ানআন সিনহুয়া বেতারের প্রথম কন্ঠ
ইথারে ভেসে ওঠে চীনের ইয়ানআনের একটি গুহা থেকে। তখন কেবল রোজ ১৫ মিনিটের জাপানী
ভাষার অনুষ্ঠান সম্প্রচার করা হতো। এর মধ্য দিয়েই চীনের বৈদেশিক বেতার ব্রতের
ঐতিহাসিক অধ্যায় রচনা হয়। আর সেদিনই চীন আন্তর্জাতিক বেতারের জন্ম অর্থাৎ বিরামহীন পথ চলার শুরু। কিন্তু চীনের
বৈদেশিক বেতার ব্রতের সত্যিকার উন্নয়ন শুরু হয় নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর। ১৯৪৯
সালে বেইজিং বেতার থেকে ১১টি বিদেশী ভাষার অনুষ্ঠান প্রচার শুরু করে। এরপর
অন্যান্য বিদেশী ভাষার পাশাপাশি বাংলাভাষী শ্রোতাদের কানে কানে সাম্য ও মৈত্রীর
কথা প্রচার করার উদ্দেশ্যে ১৯৬৯ সালের ১লা জানুয়ারি ইথার তরঙ্গে যুক্ত করা হয়
বাংলা ভাষার অনুষ্ঠান। যা আজ হাটি হাটি পা পা করে ২০১৭ সালের ১লা জানুয়ারিতে ৪৮
বছর পূর্ণ করে পদার্পণ করেছে ৪৯ বছরের পথ চলায়।
বর্তমানে সিআরআই থেকে চীনের ম্যানডারিন ভাষা, অন্য চারটি আঞ্চলিক ভাষা ও বিদেশী ভাষা মিলিয়ে
মোট ৬৫টি ভাষায় অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এবং বেতার কার্যক্রম ছাড়াও ইন্টারনেটে
চীনা ভাষাসহ প্রতিটি বিদেশী ভাষার ওয়েবসাইট প্রতিষ্ঠিত হয়েছে। এসব ওয়েবসাইটে এক
সপ্তাহের অনুষ্ঠান শুনা যায়। কারণ বর্তমানে সিআরআই ৬৫টি ভাষার রেডিও, টেলিভিশন, পত্রিকা, ইন্টারনেট ও মোবাইল ফোনসহ বহুমূখী যোগাযোগ
পদ্ধতিতে বিশ্বের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সামনে চীনের তথ্য ও সংস্কৃতি তুলে
ধরতে সক্ষম হয়েছে। তাছাড়া সিআরআই বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ভাষায় অনুষ্ঠান
সম্প্রচারকারী আন্তর্জাতিক যোগাযোগ সংস্থা। সিআরআই-এর এখন রয়েছে বহু বৈদেশিক শাখা
বেতার, সহযোগী বেতার, গ্লোবাল নেটওয়ার্ক বেতার, বৈদেশিক অনুষ্ঠান স্টুডিও, কনফুসিয়াস ক্লাসরুম, বৈদেশিক সংবাদ কার্যালয় এবং ৪১১২টি বিদেশী বেতার
শ্রোতা সংঘ। সিআরআই তার বিদেশী শ্রোতাদের কাছ থেকে বছরে ৩০ লক্ষাধিকেরও বেশি চিঠি
পেয়ে থাকে।
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) শর্টওয়েভ ও
মিডিয়াম ওয়েভের পাশাপাশি ২০১৪ সালের ১লা জানুয়ারি থেকে তার বাংলা ও ইংরেজী ভাষার
অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকার ১০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এফএম ট্রান্সমিটারের
১০২ মেগাহার্জে এবং চট্টগ্রামে ৫ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এফএম ৯০ মেগাহার্জে
প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৮ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার করে
যাচ্ছে।
মো. জসীম উদ্দীন
সাধারণ সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
সিলেট জেলা শাখা
২/৯, ইষ্টার্ণ প্লাজা, বিমান বন্দর রোড,
আম্বরখানা, সিলেট- ৩১০০, বাংলাদেশ।
No comments:
Post a Comment