চীনা
বসন্ত উৎসব ও মোরগ বর্ষ ২০১৭ উপলক্ষে নিচের বিশেষ অনুষ্ঠানটি তৈরী করে আজ ২১/০১/২০১৭,
শনিবার, বেইজিং, চীনে পাঠানো হয়েছে।
অনুষ্ঠানটি
সম্প্রচার হবে ২৭/০১/২০১৭ তারিখ শুক্রবার, চীন আন্তর্জাতিক বেতারের দ্বিতীয়
ঘন্টায়, অনুষ্ঠানের শুরুতে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০টায় ঢাকা FM-102 এবং চট্টগ্রাম FM-90
মেগাহার্জে, রাত ৮:০০টায় মিডিয়াম ও শর্টওয়েভে যথাক্রমে- 1269, 9490, 11610
কিলোহার্জে।
একি
অনুষ্ঠান শুনা যাবে শনিবার, ২৮/০১/২০১৭ তারিখ সকাল ১০:০০টায় শুধুমাত্র FM-এ।
সবাইকে
অনুষ্ঠানটি শুনার আমন্ত্রণ রইল।
ধন্যবাদ❤❤❤❤❤❤❤❤❤❤
‘সিন চুন খোয়াইলা’, সবাইকে বসন্ত উৎসবের প্রীতি
ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টপিক। আপনাদের সাথে আছি আমি দিদারুল ইকবাল।
আজকের
টপিকে আজ আমরা কথা বলবো চীনা বসন্ত উৎসব নিয়ে।
বসন্ত
উৎসব হচ্ছে চীনাদের সবচেয়ে বড় এবং দীর্ঘ উৎসব। এই দীর্ঘ উৎসব শুরু হয় বছরের
শেষ মাসের ২৩ তারিখ থেকে, আর শেষ হয় নতুন বছরের প্রথম মাসের ১৫ তারিখে।
চীনা
নববর্ষ হলো চান্দ্রবর্ষের সূচনা, যাকে বলে ‘লুনার ইয়ার’৷ চীনা রাশিচক্রে ১২ বছর ১২টি প্রাণীর
নামে পরিচিত হয়৷ যেমন ইদুর বর্ষ, গরু বর্ষ, বাঘ বর্ষ, খরগোশ বর্ষ, ড্রাগন বর্ষ,
শাপ বর্ষ, ঘোড়া বর্ষ, ছাগল বর্ষ, বানর বর্ষ, মোরগ বর্ষ, কুকুর বর্ষ এবং শুকর বর্ষ৷
চীনা
ক্যালেন্ডার অনুযায়ী, 'বানর বর্ষ' শেষ হয়ে চলতি ২৮শে জানুয়ারি থেকে শুরু হয়েছে ‘মোরগ বর্ষ’। রাশিচক্র
অনুযায়ী ১২ বছরের চক্রে মোরগ দশম বর্ষের প্রতীক। চীনাদের জন্য মোরগ সততা ও
সময়ানুবর্তিতার প্রতীক।
বছরের
প্রথম দিন তথা বসন্ত উৎসব উপলক্ষে বেইজিং-এর রাস্তায় রাস্তায়
চলছে উৎসবের আমেজ, উৎসব পালন মানেই
রঙের প্রাচুর্য৷ রঙীন বাতির আলোয় বর্ণিল হয়ে উঠেছে শহর৷ সপ্তাহ ব্যাপী ছুটিতে
চীনের সমস্ত নাগরিক মেতে ওঠেছেন আনন্দে৷ পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের
মধ্যে চলছে মিলনমেলা। চীনের এই বর্ষবরণ ও বসন্ত উৎসব উপলক্ষে রাষ্ট্রীয় ভাবে চীনা
জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা।
এই
বর্ষবরণ ও বসন্ত উৎসবে বাংলাদেশের
পক্ষ থেকে চীনা নাগরিকদের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং শুভকামনা জানাতে
চীন আন্তর্জাতিক বেতারের বিশেষ অনুষ্ঠানে এখন আমাদের সাথে যোগ দিয়েছেন,
(১)
ইকবাল সোবহান চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা।
(২)
মুন্সি ফয়েজ আহমেদ, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল
এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান।
(৩)
ল্যাফ্টেনেন্ট
জেনারেল এম. মাহাবুবুর রহমান, সাবেক সেনা প্রধান ও চীনে নিযুক্ত বাংলাদেশের
সাবেক ডিফেন্স এ্যাটাচি।
(৪)
সালাউদ্দি আহমেদ, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান), বাংলাদেশ বেতার।
(৫)
আবাম ছালাউদ্দিন, সাবেক পরিচালক, বাংলাদেশ
শিল্পকলা একাডেমি ও সাবেক বিদেশী বিশেষজ্ঞ-চীন আন্তর্জাতিক বেতার।
(৬)
শান্তা মারিয়া, ফিচার সম্পাদক, দৈনিক আমাদের সময় ও সাবেক বিদেশী বিশেষজ্ঞ-চীন
আন্তর্জাতিক বেতার।
(৭)
এস.এম.আবুল হোসেন, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার-চট্টগ্রাম।
(৮)
মো. শাহরিয়ার জামান সুমন, মহাসচিব, বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতি।
(৯)
মো. শাজাহান মৃধা বেনু, মহাসচিব, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স এন্ড
ইন্ডাস্ট্রিজ।
শ্রোতাবন্ধুরা,
আপনারা এতক্ষন শুনছিলেন, চীনা মোরগ বর্ষ ও বসন্ত উৎস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।
আপনাদের সবাইকে আবারো চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের টপিক এখানে শেষ
করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।
দিদারুল
ইকবাল
চীন
আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।
No comments:
Post a Comment