আজ
২৮ জানুয়ারি শনিবার, চীনের বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা
বিভাগের প্রথম অধিবেশনে “মুক্তার কথা”য় শুনুন “চীনা বসন্ত উৎসব ও মোরগ বর্ষ ২০১৭”
উপলক্ষে বাংলাদেশের ১৯ জেলা থেকে ২৩ জন শ্রোতার শুভেচ্ছা বাণী।
এতে
তারা ‘লুনার ইয়ার’ উপলক্ষে চীনা নাগরিকদের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং
শুভকামনা জানিয়েছেন।
আজ
মুক্তার কথায় যাদের শুভেচ্ছা বাণী প্রচারিত হবে তারা হলেন,
(১)
কাজল ভৌমিক, সুনামগঞ্জ
(২)
জিল্লুর রহমান জিলু, সিলেট
(৩)
মো. চাঁন মিয়া, সিলেট
(৪)
মো. আশরাফুল মাওলা ভূঁইয়া, চট্টগ্রাম
(৫)
এম. ফোরকান, চট্টগ্রাম
(৬)
নুর মোহাম্মদ, চট্টগ্রাম
(৭)
শহীদুল কায়সার লিমন, গাজীপুর
(৮)
মো. আরিফুল ইসলাম, নাটোর
(৯)
সৈয়দ রেজাউল করিম বেলাল, ঢাকা
(১০)
মো. ওসমান গণী, ঢাকা
(১১)
আতাউর রহমান রঞ্জু, রংপুর
(১২)
এস.এম.আক্তারুল ইসলাম, সাতক্ষীরা
(১৩)
নূরে আলম সিদ্দিকী নূর, দিনাজপুর
(১৪)
মো. কামরুজ্জামান, নোয়াখালী
(১৫)
মিঠুন রায়, খুলনা
(১৬)
আশরাফুল ইসলাম, চুয়াডাঙ্গা
(১৭)
মো. আবদুল হালিম, কুমিল্লা
(১৮)
খন্দকার রফিকুল ইসলাম, নওগাঁ
(১৯)
সাখাওয়াৎ হোসেন বিদ্যুৎ, ঝিনাইদহ
(২০)
বিধানচন্দ্র টিকাদার, গোপালগঞ্জ
(২১)
মো. শামীম আলী, চাঁপাইনবাবগঞ্জ
(২২)
মো. ইয়াকুব আলী, শরীয়তপুর এবং
(২৩)
অনাথবন্ধু দেবনাথ, যশোর।
অনুষ্ঠানটি
সম্প্রচার হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:০০টায় ঢাকা FM-102 এবং চট্টগ্রাম
FM-90 মেগাহার্জে এবং সন্ধ্যা ৭:০০টায়
মিডিয়াম ও শর্টওয়েভে যথাক্রমে- 1188, 9490, 9600, 11610 কিলোহার্জে।
একি
অনুষ্ঠান শুনা যাবে রবিবার, ২৯/০১/২০১৭ তারিখ সকাল ৮:০০টায় শর্টওয়েভে যথাক্রমে- 9655, 11640 কিলোহার্জে এবং সকাল ৯:০০টায় ঢাকা FM-102 এবং চট্টগ্রাম FM-90
মেগাহার্জে।
সবাইকে
অনুষ্ঠানটি শুনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ
দিদারুল
ইকবাল
চীন
আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।
No comments:
Post a Comment