প্রিয়
বন্ধুরা,
চীনা
ক্যালেন্ডার অনুযায়ী ২৮ জানুয়ারি ২০১৭ থেকে শুরু হতে যাচ্ছে চীনের নতুন বছর ‘মোরগ
বর্ষ’। বসন্ত উৎসব হচ্ছে চীনাদের সবচেয়ে বড় এবং দীর্ঘ
উৎসব। চীনা রাশিচক্র অনুযায়ী ১২ বছরের চক্রে মোরগ দশম বর্ষের প্রতীক। চীনাদের জন্য
গৃহপালিত মোরগ সততা ও সময়ানুবর্তিতার প্রতীক।
এদিকে
বসন্ত উৎসব উপলক্ষে বেইজিং-এর রাস্তায় রাস্তায় চলছে উৎসবের
আমেজ। এই বর্ষবরণ ও বসন্ত উৎসব উপলক্ষে
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে চীনা নাগরিকদের
প্রতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছেন ছবির এই বিশিষ্ট
ব্যক্তিরা।
বিশেষ
অনুষ্ঠানটি মোবাইল ও এফএম রেডিওতে শুনা যাবে আগামী ২৭/০১/২০১৭ তারিখ শুক্রবার,
সন্ধ্যা ৭:০০টায় ঢাকা FM-102 এবং চট্টগ্রাম FM-90 মেগাহার্জে, রাত ৮:০০টায় রেডিও-তে মিডিয়াম
ও শর্টওয়েভে যথাক্রমে- 1269, 9490, 11610 কিলোহার্জে। এছাড়া একি অনুষ্ঠান পরদিন
শনিবার ২৮/০১/২০১৭ তারিখ সকাল ১০:০০টায় শুনা যাবে শুধুমাত্র FM-এ।
সবাইকে
অনুষ্ঠানটি শুনার আমন্ত্রণ রইল।
ধন্যবাদ
দিদারুল
ইকবাল
চীন
আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।
No comments:
Post a Comment