আজ
২৭ জানুয়ারি শুক্রবার, চীনের বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)
বাংলা বিভাগের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই “সংবাদ পর্যালোচনা”য় শুনুন “চীনা বসন্ত উৎসব
ও মোরগ বর্ষ ২০১৭” উপলক্ষে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বাণী (প্রথম অংশ)।
এতে
তারা ‘লুনার ইয়ার’ উপলক্ষে চীনা নাগরিকদের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং
শুভকামনা জানিয়েছেন।
আজ
সংবাদ পর্যালোচনায় যাদের শুভেচ্ছা বাণী শুনবেন তারা হলেন,
(১)
ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
(২)
সালাউদ্দি আহমেদ, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান), বাংলাদেশ বেতার।
(৩)
আবাম ছালাউদ্দিন, সাবেক পরিচালক, বাংলাদেশ
শিল্পকলা একাডেমি।
(৪)
শান্তা মারিয়া, ফিচার সম্পাদক, দৈনিক আমাদের সময়।
(৫)
এস.এম.আবুল হোসেন, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার-চট্টগ্রাম।
(৬)
মো. শাজাহান মৃধা বেনু, মহাসচিব, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স এন্ড
ইন্ডাস্ট্রিজ।
অনুষ্ঠানটি সম্প্রচার হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০টায় ঢাকা FM-102 এবং চট্টগ্রাম FM-90 মেগাহার্জে এবং রাত ৮:০০টায় মিডিয়াম ও শর্টওয়েভে যথাক্রমে- 1269, 9490, 11610 কিলোহার্জে।
একি
অনুষ্ঠান শুনা যাবে শনিবার, ২৮/০১/২০১৭ তারিখ সকাল ১০:০০টায় শুধুমাত্র FM-এ।
সবাইকে
অনুষ্ঠানটি শুনার আমন্ত্রণ রইল।
ধন্যবাদ
দিদারুল
ইকবাল
চীন
আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।
No comments:
Post a Comment