আজ
২৮ জানুয়ারি শনিবার, চীনের বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা
বিভাগের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই “সংবাদ পর্যালোচনা”য় শুনুন “চীনা বসন্ত উৎসব ও
মোরগ বর্ষ ২০১৭” উপলক্ষে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বাণী (২য় পর্ব)।
এতে
তারা ‘লুনার ইয়ার’ উপলক্ষে চীনা নাগরিকদের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং
শুভকামনা জানিয়েছেন।
আজ
সংবাদ পর্যালোচনায় যাদের শুভেচ্ছা বাণী প্রচারিত হবে তারা হলেন,
(১)
মুন্সি ফয়েজ আহমেদ, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল
এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান।
(২)
ল্যাফ্টেনেন্ট
জেনারেল এম. মাহাবুবুর রহমান, সাবেক সেনা প্রধান ও চীনে নিযুক্ত বাংলাদেশের
সাবেক ডিফেন্স এ্যাটাচি।
(৩)
মো. শাহরিয়ার জামান সুমন, মহাসচিব, বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতি।
অনুষ্ঠানটি সম্প্রচার হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০টায় ঢাকা FM-102 এবং চট্টগ্রাম FM-90 মেগাহার্জে এবং রাত ৮:০০টায় মিডিয়াম ও শর্টওয়েভে যথাক্রমে- 1269, 9490, 11610 কিলোহার্জে।
একি
অনুষ্ঠান শুনা যাবে রবিবার, ২৯/০১/২০১৭ তারিখ সকাল ১০:০০টায় শুধুমাত্র FM-এ।
সবাইকে
অনুষ্ঠানটি শুনার আমন্ত্রণ রইল।
ধন্যবাদ
দিদারুল
ইকবাল
চীন
আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।
No comments:
Post a Comment